অনেক কষ্ট
বুঝিনা কেনো এমন হয় আমার
হৃদয়ে জ্বালা অন্তরে ধুক-পুক,
সব কিছুই যেনো মরিচাধরা
ঘুনে খাওয়া আমার এ বুক,
এক ঝলকা বৃষ্টি এসে দেয় ভিজিয়ে
তখন মনে হয় এই তো পাচ্ছি একটু শুখ,
অনেক কেঁদেছে তোমায় ভেবে
আমার দুই চোখ
অনেক ভালোবাসি তোমার চেয়ে বেশি ।
হৃদয়ে জ্বালা অন্তরে ধুক-পুক,
সব কিছুই যেনো মরিচাধরা
ঘুনে খাওয়া আমার এ বুক,
এক ঝলকা বৃষ্টি এসে দেয় ভিজিয়ে
তখন মনে হয় এই তো পাচ্ছি একটু শুখ,
অনেক কেঁদেছে তোমায় ভেবে
আমার দুই চোখ
অনেক ভালোবাসি তোমার চেয়ে বেশি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ১৭/০১/২০১৫nice @ brother
-
GoutamSamanta ১৩/০১/২০১৫Well
-
অ ১২/০১/২০১৫সুন্দর প্রয়াস ।
আরো ভালোর প্রত্যাশায় রইলাম ।