বিরহের কান্না
বিরহ যাতনায় কাঁদিতে পারি-পারি নাই
তোমাকেই চায় সব সময়।
ফেলে আসা সৃতি গুলো বার বার হানা দেয়
আমার এই ছোট হৃদয় খানে।
কি করে বোঝাবো তোমায় কত ভালোবাসে
আমার এই মন।
দেখতে দেখতে গেলো কত মাস কত দিন
তবুও পারলাম না তোমাকে ভূলতে
বিবাহিত জীবন কাটাইলাম একেলা.
তোমাকেই চায় সব সময়।
ফেলে আসা সৃতি গুলো বার বার হানা দেয়
আমার এই ছোট হৃদয় খানে।
কি করে বোঝাবো তোমায় কত ভালোবাসে
আমার এই মন।
দেখতে দেখতে গেলো কত মাস কত দিন
তবুও পারলাম না তোমাকে ভূলতে
বিবাহিত জীবন কাটাইলাম একেলা.
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও(১) ১০/০১/২০১৫সুন্দর হয়েছে। ধন্যবাদ।
-
এফ সাকি ১০/০১/২০১৫বিরহ ব্যথায় সবাই কাঁদে
পড়লে তুমি কিসের ফাঁদে
কাঁদতে পারোনি,
মনটা তোমার চায়গো কাকে
ওমন স্মৃতি স্মরণ থাকে
সত্যি হারোনি।
যে থাকে রোজ মনটা জুড়ি
ভুলে কি তার স্মৃতির ঝুড়ি
গোপন রাখা যায়,
দিন কিবা মাস কিংবা বছর
নাই সে পড়ুক একটি নজর
চোখের কিনারায়।
সে তো থাকে মনের ঘরে
শুধুই একা বিরাজ করে
ঘুম কিবা হোক নিদ,
যতই থাকি কষ্ট দুখে
তার স্মৃতিটা জড়ায় সুখে
আমার সে উমিদ।