মৌ
সুখী মা আর বাবার-
তিন সন্তানের প্রথমা মৌ,
বয়স আঁঠারো ছুঁই ছুঁই
তিন ভাই বোনের ছোট
একটি সংসার ওদের,
সব বন্ধুদের প্রিয় ছিলো মৌ
আনন্দে কাঁটেছিলো স্কুল জীবনও,
প্রেমের আঘাত বোঝেনি সে আগে
সব স্বপ্ন দমকা বাতাসে
নীমেসেই নিভে গেলো তার
জীবনের একটু খানি আশা,
দু-চোঁখের স্বপ্নকে মৌ
মনের চৌকাঠে চারপাক ঘুরিয়ে
নিস্তব্দে বালিশে রেখে দেয় এখন
আখির আঁঠালো জলের ছাঁপে,
না পাওয়া ভালবাসা না দেখার
ব্যাথায় শয্যাশয়ী সে এখন,
শুধু একটি কথা বলার
অপেক্ষায় আছে সেই মৌ,
পেতে পারে সময়ের স্রোতে
এই প্রতিক্ষায় পাথর হয়ে
কাউকে বঞ্চিত হওয়া থেকে
লুকিয়ে রেখে নিজেকে মৌ
বাঁচতে চায় সামান্য হলেও।
♥আমি আসা দিতে পারবো না যে নিয়মিত লিখবো, তবে এটুকু বলতে পারছি আমার কবিতা নিয়ে মাঝে মাঝে আসবো, আমার এ কবিতায় মন্তব্যের আশায় রইলাম সব পাঠকের, ধন্যবাদ সবাকে♥
তিন সন্তানের প্রথমা মৌ,
বয়স আঁঠারো ছুঁই ছুঁই
তিন ভাই বোনের ছোট
একটি সংসার ওদের,
সব বন্ধুদের প্রিয় ছিলো মৌ
আনন্দে কাঁটেছিলো স্কুল জীবনও,
প্রেমের আঘাত বোঝেনি সে আগে
সব স্বপ্ন দমকা বাতাসে
নীমেসেই নিভে গেলো তার
জীবনের একটু খানি আশা,
দু-চোঁখের স্বপ্নকে মৌ
মনের চৌকাঠে চারপাক ঘুরিয়ে
নিস্তব্দে বালিশে রেখে দেয় এখন
আখির আঁঠালো জলের ছাঁপে,
না পাওয়া ভালবাসা না দেখার
ব্যাথায় শয্যাশয়ী সে এখন,
শুধু একটি কথা বলার
অপেক্ষায় আছে সেই মৌ,
পেতে পারে সময়ের স্রোতে
এই প্রতিক্ষায় পাথর হয়ে
কাউকে বঞ্চিত হওয়া থেকে
লুকিয়ে রেখে নিজেকে মৌ
বাঁচতে চায় সামান্য হলেও।
♥আমি আসা দিতে পারবো না যে নিয়মিত লিখবো, তবে এটুকু বলতে পারছি আমার কবিতা নিয়ে মাঝে মাঝে আসবো, আমার এ কবিতায় মন্তব্যের আশায় রইলাম সব পাঠকের, ধন্যবাদ সবাকে♥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুমা চৌধুরী ১৯/০৯/২০১৪ভাল লাগল। শুভেচ্ছা রইল।
-
ফাহমিদা ফাম্মী ২০/০৭/২০১৪outstanding ...
-
Mahfuza Sultana ০৪/০৭/২০১৪অবশেষে ...ধন্যবাদ !!!
-
কবি মোঃ ইকবাল ০৩/০৭/২০১৪যাক শেষ পর্যন্ত পিটুল সাহেব আামাদের মাঝে ফিরে আসলেন। খুব ভালো লাগলো।
কাব্যটিও চমৎকার লিখেছেন। -
মল্লিকা রায় ০৩/০৭/২০১৪বেশ তাই হোক।আনন্দ পেলাম।
-
নূরুজ্জামান নাঈম ০৩/০৭/২০১৪ভাল এবং ভালত্বের প্রতিক্ষায় আমরা সবাই।
-
রামবল্লভ দাস ০৩/০৭/২০১৪আরও ভালো হতে পারত...