তারুণ্যে আর লিখবো না আমি
আমি আর লিখবো আপনাদের তারুণ্যে
লেখা দিবো না এই কপি হাউজে
মনটা আমার খারাপ হলো
যখন আমার কবিতা কপি করা হলো
আরো খারাপ লাগলো
সেই কবিতায় মন্তব্য দেখে
সবাই কে দূঃখ দিয়ে
আমি চলে গেলাম
চিরো বিদায় নিয়ে,
ভালো থাকবেন সবাই।
লেখা দিবো না এই কপি হাউজে
মনটা আমার খারাপ হলো
যখন আমার কবিতা কপি করা হলো
আরো খারাপ লাগলো
সেই কবিতায় মন্তব্য দেখে
সবাই কে দূঃখ দিয়ে
আমি চলে গেলাম
চিরো বিদায় নিয়ে,
ভালো থাকবেন সবাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ১৩/০২/২০১৫
-
আবু সাহেদ সরকার ১৫/০৬/২০১৪বড়ই কষ্ট পেলাম আপনার মন্তব্যে। আসলে কিছু কিছু ব্যাক্তি এসব কাজ করে থাকে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া দরকার। আপনি হুট করে তারুণ্যকে ছেড়ে যেতে পারেন না। এটা আপনার বোকামি ছাড়া আর কিছুই নয়। বরং আপনাকেও এর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। আজ আপনার কবিতা কপি করা হয়েছে কাল আমার কবিতা কপি করা হবে এভাবে একেক করে সবাইকে ফাকি দিয়ে সে স্বর্গ গড়তে পারবে না। ধন্যবাদ।
-
সৈয়দ মোঃ আল মামুন ১৫/০৬/২০১৪কিন্তু এখানে তো কপির সুযোগ নাই
-
Mahfuza Sultana ১৫/০৬/২০১৪কে করেছে!?
আপনি প্লিজ লিখবেন।
আপনার লিখা আমার ভালো লাগে।
এই চুরি ঠেকাতে কার্যক্রম গ্রহণ করা উচিৎ !! -
মল্লিকা রায় ১৪/০৬/২০১৪কে আপনার কবিতা নকল করেছে জানেন যদি তার নাম জানান।আমরাও জানি সে কেমন মহান ব্যক্তি।শুভেচ্ছা জানালাম।
-
সফিউল্লাহ আনসারী ১৩/০৬/২০১৪এটা আশাকরি না, এস,বি, (পিটুল).....
-
কবি মোঃ ইকবাল ১৩/০৬/২০১৪এটা আশাকরি না। যে কপি করেছে তার বিরুদ্ধে আমি আছি। এডমিনকেজানাবো , তাকে ব্যান করার দৃঢ় অনুরোধ করবো।
তাই বলছি, হুট করে কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।
তারুণ্য থেকে প্রতিবাদ করে বিদায় না নিয়ে বরং তারুণ্যতেও কপি’র বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে ‘ওদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত, যেন অার কেউ এধরনের ঘৃণ্য অপরাধ করার সুযোগ না পায়।
ফিরে এসো বন্ধু...!