www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তারুণ্যে আর লিখবো না আমি

আমি আর লিখবো আপনাদের তারুণ্যে
লেখা দিবো না এই কপি হাউজে
মনটা আমার খারাপ হলো
যখন আমার কবিতা কপি করা হলো
আরো খারাপ লাগলো
সেই কবিতায় মন্তব্য দেখে
সবাই কে দূঃখ দিয়ে
আমি চলে গেলাম
চিরো বিদায় নিয়ে,
ভালো থাকবেন সবাই।
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ১৩৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জহির রহমান ১৩/০২/২০১৫
    এভাবে বিদায় কারো কাম্য হতে পারে না। :( ‍ দুঃখজনক...!
    তারুণ্য থেকে প্রতিবাদ করে বিদায় না নিয়ে বরং তারুণ্যতেও কপি’র বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে ‘ওদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত, যেন অার কেউ এধরনের ঘৃণ্য অপরাধ করার সুযোগ না পায়।

    ফিরে এসো বন্ধু...!
  • আবু সাহেদ সরকার ১৫/০৬/২০১৪
    বড়ই কষ্ট পেলাম আপনার মন্তব্যে। আসলে কিছু কিছু ব্যাক্তি এসব কাজ করে থাকে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া দরকার। আপনি হুট করে তারুণ্যকে ছেড়ে যেতে পারেন না। এটা আপনার বোকামি ছাড়া আর কিছুই নয়। বরং আপনাকেও এর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। আজ আপনার কবিতা কপি করা হয়েছে কাল আমার কবিতা কপি করা হবে এভাবে একেক করে সবাইকে ফাকি দিয়ে সে স্বর্গ গড়তে পারবে না। ধন্যবাদ।
    • এস,বি, (পিটুল) ১৬/০৬/২০১৪
      হতে পারে আমার বোকামি,।
      তারুণ্য ছেড়ে একে বারে চলে আমি যাবো না
      কিন্তু সুধু তারুণ্যে না আমি কোথাও আমার কবিতা দিবো না।
      ৩-৪ দিন হয়ে এলো এডমিন এক বারের জন্যেও এলো না আমার এ ঘটনা যানতে, তাহলে আমি কি বুঝবো,
      সেই কবিতা চোর কেউ ব্লক করা হয়নি আজও,,,
  • কিন্তু এখানে তো কপির সুযোগ নাই
  • Mahfuza Sultana ১৫/০৬/২০১৪
    কে করেছে!?
    আপনি প্লিজ লিখবেন।
    আপনার লিখা আমার ভালো লাগে।
    এই চুরি ঠেকাতে কার্যক্রম গ্রহণ করা উচিৎ !!
    • এস,বি, (পিটুল) ১৬/০৬/২০১৪
      কবি মোঃ জাহিদ হাসান (জনি) আমার কবিতা চুরি করেছে, যানি না আর কার কবিতা চুরি করে।
      এই মানুষকে এখনো ব্লক করা হয়নি তারুণ্য থেকে।
  • মল্লিকা রায় ১৪/০৬/২০১৪
    কে আপনার কবিতা নকল করেছে জানেন যদি তার নাম জানান।আমরাও জানি সে কেমন মহান ব্যক্তি।শুভেচ্ছা জানালাম।
    • এস,বি, (পিটুল) ১৪/০৬/২০১৪
      http://www.tarunyo.com/jonybipa/blog/post20140612091953/
      নকল কবি ও কবিতা।
      http://www.tarunyo.com/pitul2012/blog/post20140507095149/
      আসল কবি ও কবিতা।
  • এটা আশাকরি না, এস,বি, (পিটুল).....
  • কবি মোঃ ইকবাল ১৩/০৬/২০১৪
    এটা আশাকরি না। যে কপি করেছে তার বিরুদ্ধে আমি আছি। এডমিনকেজানাবো , তাকে ব্যান করার দৃঢ় অনুরোধ করবো।
    তাই বলছি, হুট করে কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।
    • এস,বি, (পিটুল) ১৩/০৬/২০১৪
      আজ হয় তো তাকে ব্যান করে তারিয়ে দিবেন কিন্তু কাল আবার একজন আপনার কবিতা কপি করবে না তার কি গ্যারান্টি আছে,
 
Quantcast