মা বাবার ইচ্ছে
যায় ছেলেরা যায় মেয়েরা
স্কুলেতে ভাই
পড়াশুনা ছাড়া কোন
বিকল্প নাই,
গুরুজনের কথা শুনে মানতে
কষ্ট হয়
তবুও তাদের দেখানো পথেই
চলতে হয়,
ছোট থেকে বড় হয়েছি বাবা
মায়ের আদরে
অনেক কষ্ট করে আমাদের
মানুষ করেছে যত্নে,
তাদের ছেড়ে যাবো বিলেতে
ডিগ্রি অর্জন করতে
পড়াশুনা করে ফিরবো
গাড়ি করে বাড়িতে।
স্কুলেতে ভাই
পড়াশুনা ছাড়া কোন
বিকল্প নাই,
গুরুজনের কথা শুনে মানতে
কষ্ট হয়
তবুও তাদের দেখানো পথেই
চলতে হয়,
ছোট থেকে বড় হয়েছি বাবা
মায়ের আদরে
অনেক কষ্ট করে আমাদের
মানুষ করেছে যত্নে,
তাদের ছেড়ে যাবো বিলেতে
ডিগ্রি অর্জন করতে
পড়াশুনা করে ফিরবো
গাড়ি করে বাড়িতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ১৭/০৬/২০১৪ভাল লাগল কবি !
-
কবি মোঃ জাহিদ হাসান (জনি) ১২/০৬/২০১৪খুব ভালো তো।
-
আহমাদ সাজিদ ১২/০৬/২০১৪গাড়ি আর বাড়ি তারপর নারী
শাড়ি আর মশারী
তব পানে পারি -
জোছনা ভেজা মন ১২/০৬/২০১৪valo laglo, kintu kbitar vgirta aro hole valo hoto
-
কবি মোঃ ইকবাল ১১/০৬/২০১৪আপনার এবং বাবা-মার ইচ্ছে পূর্ণ হোক।
-
সুরজিৎ সী ১১/০৬/২০১৪অতুলনীয়! খুবই ভালো লাগলো।