রাখাল ছেলে
গুনগুনিয়া গান গাহিয়া
আকাঁ বাঁকা পথ ধরিয়া
গামছা মাথায় শিশ বাজিয়া
রাখাল ছেলে যায় চলিয়া,
যাচ্ছে চলে অনেক দূরে
নৌকা নিয়ে নদীর মাঝে
আসলো ফিরে ধরিয়ে
মাছ ধরিয়ে নদীর পারে,
রাখাল ছেলে গরু নিয়ে
মাছ ধরে সে ফিরলো গিয়ে
অবশেষে উঠান পানে।
আকাঁ বাঁকা পথ ধরিয়া
গামছা মাথায় শিশ বাজিয়া
রাখাল ছেলে যায় চলিয়া,
যাচ্ছে চলে অনেক দূরে
নৌকা নিয়ে নদীর মাঝে
আসলো ফিরে ধরিয়ে
মাছ ধরিয়ে নদীর পারে,
রাখাল ছেলে গরু নিয়ে
মাছ ধরে সে ফিরলো গিয়ে
অবশেষে উঠান পানে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুমা চৌধুরী ১০/০৬/২০১৪খুব ভাল খুব সুন্দর। পড়ে বেশ একটা ভাল লাগা তৈরী। শুভেচ্ছা রইল।
-
পিয়ালী দত্ত ০৯/০৬/২০১৪খুব ভাল...
-
কবি মোঃ ইকবাল ০৯/০৬/২০১৪nice one....