কূলহারা
এক পৃথিবী প্রেম আমার
দুই পৃথিবীর নয়
পৃথিবীটা হঠাৎ শুন্যে হাড়িয়ে গেলো,
তোমার সনে করলাম প্রেম
করলাম হৃদয় বিনিময়
করলে আমার অন্তরালে অভিসাপ,
বিরহশোকে বিষন্ন হয়ে ঘুরছি আমি
বিচ্ছেদে পোড়া হৃদয় নিয়ে পথে পথে
দূরে চলে গেছো অভিমান করে
আমায় কূলহারা করে।
দুই পৃথিবীর নয়
পৃথিবীটা হঠাৎ শুন্যে হাড়িয়ে গেলো,
তোমার সনে করলাম প্রেম
করলাম হৃদয় বিনিময়
করলে আমার অন্তরালে অভিসাপ,
বিরহশোকে বিষন্ন হয়ে ঘুরছি আমি
বিচ্ছেদে পোড়া হৃদয় নিয়ে পথে পথে
দূরে চলে গেছো অভিমান করে
আমায় কূলহারা করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাহেদ সরকার ০৯/০৬/২০১৪দারুন একটি কবিতা পড়লাম গো কবি বন্ধু।
-
মোঃওবায় দুল হক ০৯/০৬/২০১৪সত্যিই তাই?
-
এফ সাকি ০৯/০৬/২০১৪একেমন বিরহকাব্য!
-
কবি মোঃ ইকবাল ০৯/০৬/২০১৪বিরহমাখা কাব্য।