কাজের মেয়ে
বাসা ফাঁকা আজ
পরে আছে অনেক কাজ
করবো লাফা লাফি আর নাঁচ
আজ করবো না কোন লাজ,
টুং টাং গেটে শব্দ
কলিং বেল হঠাৎ স্তব্ধ
দরজা খুলেই মুগ্ধ
কেউ নেই বাহিরে ফাঁকা সমস্ত,
মেম সাহেবের জামা পরেছি
মজা পেয়েছি আনন্দ করেছি
করেছি হই হুল্লোর,
করেছি রান্না হরেক রকম
পেয়েছে অনেক খিদে খেলাম পেট
ভোড়ে,
ঘুমালাম মেম সাহেবের বিছানায়
তার আগে দেখে নিলাম মুখটি আয়নায়
আনন্দে দিনটি কাটালো আমায়
এই ফাঁকা বাসায়।
পরে আছে অনেক কাজ
করবো লাফা লাফি আর নাঁচ
আজ করবো না কোন লাজ,
টুং টাং গেটে শব্দ
কলিং বেল হঠাৎ স্তব্ধ
দরজা খুলেই মুগ্ধ
কেউ নেই বাহিরে ফাঁকা সমস্ত,
মেম সাহেবের জামা পরেছি
মজা পেয়েছি আনন্দ করেছি
করেছি হই হুল্লোর,
করেছি রান্না হরেক রকম
পেয়েছে অনেক খিদে খেলাম পেট
ভোড়ে,
ঘুমালাম মেম সাহেবের বিছানায়
তার আগে দেখে নিলাম মুখটি আয়নায়
আনন্দে দিনটি কাটালো আমায়
এই ফাঁকা বাসায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জোছনা ভেজা মন ০৪/০৬/২০১৪ভালো লাগলো
-
রূপক বিধৌত সাধু ০২/০৬/২০১৪নাঁচ না হয়ে নাচ হবে বোধহয়। একলা বাসায় তো লাজ পাওয়ার কিছু নেই। স্তব্ধ এর সাথে সমস্ত মেলেনা। পেট পুরে অথবা ভরে হবে হয়ত। কাটল আমার হবে।শেষ চরণ পরিবর্তন করতে পারেন। বিষয় সুন্দর কিন্তু বানানে সমস্যা। ছন্দ খুঁজতে গিয়ে ভাব হারালে চ্লবেনা।
-
শিমুল শুভ্র ০২/০৬/২০১৪হাহাহা কাজের মেয়ে শখ গুলো পুরন করার সাধ ভালো লাগলো ।
-
কবি মোঃ ইকবাল ০১/০৬/২০১৪অনেক ভালো লাগলো।
-
রুমা চৌধুরী ০১/০৬/২০১৪অসাধারণ। খুব ভাল লেগেছে। ধন্যবাদ এমন একটা সুন্দর ভাব্নার জন্য। শুভেচ্ছা রইল।