তারার দেখা
তারায় তারায় খুঁজে বেড়াই
পাইনা তোমার দেখা
তারা যদি মিলিয়ে যায়
কোথায় পাবো তোমার দেখা,
অনেক তারার মাঝে আমি
খুঁজে বেড়াই তোমার খোঁজে
তবুও পাই না তোমার দেখা,
তারা গুলো ছুটে বেড়ায়
অনেক গভীর রাতে
তখন আমি ঘুমিয়ে থাকি
পাইনা তবু তারার দেখা,
কোথায় যেনো হাড়িয়ে গেলো
পাইনা তারার দেখা।
পাইনা তোমার দেখা
তারা যদি মিলিয়ে যায়
কোথায় পাবো তোমার দেখা,
অনেক তারার মাঝে আমি
খুঁজে বেড়াই তোমার খোঁজে
তবুও পাই না তোমার দেখা,
তারা গুলো ছুটে বেড়ায়
অনেক গভীর রাতে
তখন আমি ঘুমিয়ে থাকি
পাইনা তবু তারার দেখা,
কোথায় যেনো হাড়িয়ে গেলো
পাইনা তারার দেখা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ০১/০৬/২০১৪কবিতাতে গভীরতা আছে ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩১/০৫/২০১৪পিটুল ভাই প্রথম স্তবকে সুন্দর ছিলো। কিন্তু এর পর থেকেই কি থেকে কি করলেন বুঝতে পারলাম না। কিছু মনে নিবেন না কবিতার কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। বিশেষ করে অবশ্যই অন্তমিল থাকতে হবে যদি গদ্য কবিতা না হয়।
-
রুমা চৌধুরী ৩১/০৫/২০১৪খুব ভাল খুব সুন্দর কবিতা। বেশ ভাল লাগল।শুভেচ্ছা রইল।
-
কবি মোঃ ইকবাল ৩১/০৫/২০১৪খুব মন কাড়ানো কাব্য।
-
তাইবুল ইসলাম ৩১/০৫/২০১৪অসাধারন কবিতা
-
সুরজিৎ সী ৩১/০৫/২০১৪অনবদ্য!