স্বধীনতা
রক্তে আগুনে প্রতিরোধ করে
এ দেশ করেছে স্বাধীন
শত শত রক্তে রাঙ্গানো
সবুজের বুকে লাল,
সে তো আমাদের পতাকা
উরবে দিঘ্য কাল,
স্বাধীনতা তুমি নিয়েছো
আমার বাপের রক্তাক্ত লাশ
বুঝিনি আমি ছিলাম ছোট
করতাম হা-হু তাস,
মাকে নিয়ে গেলো বাহিনীরা
হয়ে গেলাম বড় একেলা
ছিন্ন ভিন্ন করেছে ওরা
আমার মাকে করেনি দয়া,
ত্রিশ লক্ষ্য প্রানে সাজিয়েছে
লাল সবুজের আমাদের পতাকা
সে তো আর কেউ নয়
মুক্তিযোদ্ধারা।
এ দেশ করেছে স্বাধীন
শত শত রক্তে রাঙ্গানো
সবুজের বুকে লাল,
সে তো আমাদের পতাকা
উরবে দিঘ্য কাল,
স্বাধীনতা তুমি নিয়েছো
আমার বাপের রক্তাক্ত লাশ
বুঝিনি আমি ছিলাম ছোট
করতাম হা-হু তাস,
মাকে নিয়ে গেলো বাহিনীরা
হয়ে গেলাম বড় একেলা
ছিন্ন ভিন্ন করেছে ওরা
আমার মাকে করেনি দয়া,
ত্রিশ লক্ষ্য প্রানে সাজিয়েছে
লাল সবুজের আমাদের পতাকা
সে তো আর কেউ নয়
মুক্তিযোদ্ধারা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আশিক রহমান ০৪/০৬/২০১৪শরীরের পশম গুলি দাড়িয়ে গেল, এই কবিতা পরে, সুন্দর লিখছেন ভাই।
-
রুমা চৌধুরী ৩১/০৫/২০১৪অসাধারণ লেখা। সত্যি দারুন লেখা।
খুব ভাল একটা কবিতা পড়লাম।
অনেক শুভেচ্ছা রইল। ভাল থাকুন। -
তাইবুল ইসলাম ৩১/০৫/২০১৪বেশ চমৎকার
শুভেচ্ছা রইল -
সুরজিৎ সী ৩১/০৫/২০১৪অসম্ভব ভালো লাগলো।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩০/০৫/২০১৪অসম্ভব সুন্দর আপনার ভাবনা। তবে বানান সতর্কতার প্রয়োজন। সেই সাথে ছন্দের আরো কাজ করতে হবে। ধন্যবাদ।
-
কবি মোঃ ইকবাল ৩০/০৫/২০১৪অনন্য ভাবনায় দেশ ভক্তির কবিতা।