www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পথের শিশুদের কেউ নেই

সবার সাথে শেয়ার করলাম আমার কথা।

আমাদের দেখায় অনেক পথও শিশু
শিক্ষায় বনচিত. তাদের
নিয়ে কি আমাদের কিছুই করার নেই ?
আমাদের একটু চেস্টাতে যদি পথের
শিশুদের শিক্ষিত করা যায় তবে দেশটির
উন্নতি কিছুটা হলেও হবে।
আমরা সবাই মিলে একটা গ্রুপ তৈরী করি ? বিভিন্ন জেলায়-থানায়-ও মহল্লায়, এ
গ্রুপে সবাই থাকতে পারবে।
সেবাঃ
১ম: পথের অনাত শিশুদের লেখা পড়ায়
আনতে হবে,
২য়: বিভিন্ন গ্রামে গিয়ে গরীব
ছাত্র-ছাত্রীদের স্কুল
মুখী করতে হবে,
৩য়: খাতা-কলম-পেনসিল ও স্কুল
ড্রেস দিয়ে সহযোগিতা করা,
৪য়: শীতের সময় শীতের কাপড় বিতরণ
করা,
৫ম: বাল্লো বিবাহ বন্ধ করা।
আমরা একটু সচেতন হলে সব সম্বভ। আমার সাথে কে কে এক মত মন্তব্য
করে জানান?
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ১০৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অরুদ্ধ সকাল ০৯/০৭/২০১৪
    কিঞ্চিত ভালো লাগলো
  • সালু আলমগীর ০৮/০৭/২০১৪
    সবারই একমত হওয়া উচিৎ।
  • পরিতোষ ভৌমিক ২০/০৬/২০১৪
    ১ম দুটি লাইন ঠিক বুজলাম না। সুন্দর ভাবনা । শুরুতে নিজেকে দিয়েই শুরু হোক আমাদের প্রত্যেকের স্বপ্ন বাস্তবায়ন । অনেক শুভেচ্ছে রইল ।
  • শুধু দল গঠন করাই সার্থকতা নয়। এমন অনেক দল আছে শুধু নেই দলনেতা। নেই অনুভূতি।
  • চলিয়ে যাও হে সংগ্রামী ভাই
  • Mahfuza Sultana ১৭/০৬/২০১৪
    এগিয়ে চলুন। হয়তো ,আপনি হবেন সবার পাঞ্জেরী ।
  • সুরজিৎ সী ১১/০৬/২০১৪
    অদম্য উদ্দ্যোগ, ভালো লাগলো।
    এগিয়ে যান.....................
  • মোঃওবায় দুল হক ০৭/০৬/২০১৪
    সত্যিই ভাল উদ্যেগ, খুব ভাললাগল!আমরা আছি আপনার সাথে।
  • রুমা চৌধুরী ২৯/০৫/২০১৪
    বাহ:, খুব ভাল। আমার সমর্থন রইল।শুভেচ্ছা রইল।
  • এস,বি, (পিটুল) ২৯/০৫/২০১৪
    আপনাদের অনুভুতি গুলি খুব ভালো লাগলো,
  • অমর কাব্য ২৯/০৫/২০১৪
    পড়লাম, কিছুটা ধারনের প্রচেষ্টা
  • কবি মোঃ ইকবাল ২৯/০৫/২০১৪
    একটি অনন্য বিষয়ে একটি চমৎকার লিখা।
    পড়ে খুব ভালো লাগলো।
    • এস,বি, (পিটুল) ৩০/০৫/২০১৪
      ধন্যবাদ আপনাকে, সুধু ভালো লাগলে হবে, তবে এ ব্যপারে আমাদের আলোচনা করা দরকার, আপনি কি বলেন?
  • তাইবুল ইসলাম ২৯/০৫/২০১৪
    আসলেই এদের কেউ নেই, এক কপাল ছাড়া!
    • এস,বি, (পিটুল) ৩০/০৫/২০১৪
      ধন্যবাদ আপনাকে, তবে এ ব্যপারে আমাদের আলোচনা করা দরকার, আপনি কি বলেন?
  • সুরজিৎ সী ২৯/০৫/২০১৪
    বেশ ভালো লাগলো। এমন একটা মহৎ কাজের জন্য যে প্রস্তাব প্রকাশ করেছেন, সত্যি কাজ তো দূরের কথা, আজ কাল এমন ভাবনাই কারোর জাগে না।

    শুভেচ্ছা রইল কবি।
 
Quantcast