পথের শিশুদের কেউ নেই
সবার সাথে শেয়ার করলাম আমার কথা।
আমাদের দেখায় অনেক পথও শিশু
শিক্ষায় বনচিত. তাদের
নিয়ে কি আমাদের কিছুই করার নেই ?
আমাদের একটু চেস্টাতে যদি পথের
শিশুদের শিক্ষিত করা যায় তবে দেশটির
উন্নতি কিছুটা হলেও হবে।
আমরা সবাই মিলে একটা গ্রুপ তৈরী করি ? বিভিন্ন জেলায়-থানায়-ও মহল্লায়, এ
গ্রুপে সবাই থাকতে পারবে।
সেবাঃ
১ম: পথের অনাত শিশুদের লেখা পড়ায়
আনতে হবে,
২য়: বিভিন্ন গ্রামে গিয়ে গরীব
ছাত্র-ছাত্রীদের স্কুল
মুখী করতে হবে,
৩য়: খাতা-কলম-পেনসিল ও স্কুল
ড্রেস দিয়ে সহযোগিতা করা,
৪য়: শীতের সময় শীতের কাপড় বিতরণ
করা,
৫ম: বাল্লো বিবাহ বন্ধ করা।
আমরা একটু সচেতন হলে সব সম্বভ। আমার সাথে কে কে এক মত মন্তব্য
করে জানান?
আমাদের দেখায় অনেক পথও শিশু
শিক্ষায় বনচিত. তাদের
নিয়ে কি আমাদের কিছুই করার নেই ?
আমাদের একটু চেস্টাতে যদি পথের
শিশুদের শিক্ষিত করা যায় তবে দেশটির
উন্নতি কিছুটা হলেও হবে।
আমরা সবাই মিলে একটা গ্রুপ তৈরী করি ? বিভিন্ন জেলায়-থানায়-ও মহল্লায়, এ
গ্রুপে সবাই থাকতে পারবে।
সেবাঃ
১ম: পথের অনাত শিশুদের লেখা পড়ায়
আনতে হবে,
২য়: বিভিন্ন গ্রামে গিয়ে গরীব
ছাত্র-ছাত্রীদের স্কুল
মুখী করতে হবে,
৩য়: খাতা-কলম-পেনসিল ও স্কুল
ড্রেস দিয়ে সহযোগিতা করা,
৪য়: শীতের সময় শীতের কাপড় বিতরণ
করা,
৫ম: বাল্লো বিবাহ বন্ধ করা।
আমরা একটু সচেতন হলে সব সম্বভ। আমার সাথে কে কে এক মত মন্তব্য
করে জানান?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অরুদ্ধ সকাল ০৯/০৭/২০১৪কিঞ্চিত ভালো লাগলো
-
সালু আলমগীর ০৮/০৭/২০১৪সবারই একমত হওয়া উচিৎ।
-
পরিতোষ ভৌমিক ২০/০৬/২০১৪১ম দুটি লাইন ঠিক বুজলাম না। সুন্দর ভাবনা । শুরুতে নিজেকে দিয়েই শুরু হোক আমাদের প্রত্যেকের স্বপ্ন বাস্তবায়ন । অনেক শুভেচ্ছে রইল ।
-
নূরুজ্জামান নাঈম ১৯/০৬/২০১৪শুধু দল গঠন করাই সার্থকতা নয়। এমন অনেক দল আছে শুধু নেই দলনেতা। নেই অনুভূতি।
-
মুনিরুল্লাহ রাইয়ান ১৯/০৬/২০১৪চলিয়ে যাও হে সংগ্রামী ভাই
-
Mahfuza Sultana ১৭/০৬/২০১৪এগিয়ে চলুন। হয়তো ,আপনি হবেন সবার পাঞ্জেরী ।
-
সুরজিৎ সী ১১/০৬/২০১৪অদম্য উদ্দ্যোগ, ভালো লাগলো।
এগিয়ে যান..................... -
মোঃওবায় দুল হক ০৭/০৬/২০১৪সত্যিই ভাল উদ্যেগ, খুব ভাললাগল!আমরা আছি আপনার সাথে।
-
রুমা চৌধুরী ২৯/০৫/২০১৪বাহ:, খুব ভাল। আমার সমর্থন রইল।শুভেচ্ছা রইল।
-
এস,বি, (পিটুল) ২৯/০৫/২০১৪আপনাদের অনুভুতি গুলি খুব ভালো লাগলো,
-
অমর কাব্য ২৯/০৫/২০১৪পড়লাম, কিছুটা ধারনের প্রচেষ্টা
-
কবি মোঃ ইকবাল ২৯/০৫/২০১৪একটি অনন্য বিষয়ে একটি চমৎকার লিখা।
পড়ে খুব ভালো লাগলো। -
তাইবুল ইসলাম ২৯/০৫/২০১৪আসলেই এদের কেউ নেই, এক কপাল ছাড়া!
-
সুরজিৎ সী ২৯/০৫/২০১৪বেশ ভালো লাগলো। এমন একটা মহৎ কাজের জন্য যে প্রস্তাব প্রকাশ করেছেন, সত্যি কাজ তো দূরের কথা, আজ কাল এমন ভাবনাই কারোর জাগে না।
শুভেচ্ছা রইল কবি।