মায়া
তুমি কোন মায়ার বাধনে বেঁধেছ আমায়
দূরে গেলে মনটা কেমন করে তোমার জন্য
কাছে এলেই তোমার মায়া ভরা মুখটি
দেখে আমার প্রানটা যায় ভরে মায়ার কারণে,
মায়া ভরা দৃষ্টি তোমার ঔ চোখটি
দেখেই আমার মনটা ভরে যায় মায়ার কারণে
যে দিকে যাই তোমার মায়ার কথা মনে পরো
কি বাধনে বেধেছ তুমি আমায়,
রুপো বতি মায়া তুমি আমার
ঠোঁট তার লাল রং চোখ তার কাল
মায়া ভরা চোখ দিয়ে দেখেছ আমায়
তুমি কোন মায়ার বাধনে বেধেছ আমায়।
দূরে গেলে মনটা কেমন করে তোমার জন্য
কাছে এলেই তোমার মায়া ভরা মুখটি
দেখে আমার প্রানটা যায় ভরে মায়ার কারণে,
মায়া ভরা দৃষ্টি তোমার ঔ চোখটি
দেখেই আমার মনটা ভরে যায় মায়ার কারণে
যে দিকে যাই তোমার মায়ার কথা মনে পরো
কি বাধনে বেধেছ তুমি আমায়,
রুপো বতি মায়া তুমি আমার
ঠোঁট তার লাল রং চোখ তার কাল
মায়া ভরা চোখ দিয়ে দেখেছ আমায়
তুমি কোন মায়ার বাধনে বেধেছ আমায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
টি আই রাজন ৩০/০৫/২০১৪খুব সুন্দর।
-
সুব্রত সামন্ত (বুবাই) ২৮/০৫/২০১৪কবিতায় বাঁধনে বাঁধা পড়লাম।
-
অমর কাব্য ২৭/০৫/২০১৪সুন্দর কবিতা
-
কবি মোঃ ইকবাল ২৭/০৫/২০১৪অসাধারণ একটি প্রেমময় কবিতা পড়লাম।
-
তাইবুল ইসলাম ২৭/০৫/২০১৪বাহ
কি রোমান্টিক কবিতা
শুভেচ্ছা নেবেন -
রুমা চৌধুরী ২৭/০৫/২০১৪খুব ভাল লাগল। সুন্দর কবিতা। আনেক শুভেচ্ছা রইল।