সারা দিন
আকাঁশের নীলে
রোঁদ হাঁসে খিল খিলে
বাঁতাস ভাসে মেঘের নিচে,
প্রকৃতির ডাকে সাড়া দেয় বৃষ্টি
বৃষ্টিতে হয়ে যায় খাল বিল সৃষ্টি,
দুপুরের ঝি-ঝি পোঁকার ডাক
মন কেরে নেয় কুকিলেরও হাক,
বিকেলের হেলে যাওয়া রোঁদ
হলুদ রং এর গোলাকার
লুকিয়ে যাচ্ছে আকাঁশ,
রাতের আকাঁশে জোনাকির মেলা
টিপ টাপ করে ওরা খেলছে খেলা
দিনটি কাটলো বড়ই একেলা।
রোঁদ হাঁসে খিল খিলে
বাঁতাস ভাসে মেঘের নিচে,
প্রকৃতির ডাকে সাড়া দেয় বৃষ্টি
বৃষ্টিতে হয়ে যায় খাল বিল সৃষ্টি,
দুপুরের ঝি-ঝি পোঁকার ডাক
মন কেরে নেয় কুকিলেরও হাক,
বিকেলের হেলে যাওয়া রোঁদ
হলুদ রং এর গোলাকার
লুকিয়ে যাচ্ছে আকাঁশ,
রাতের আকাঁশে জোনাকির মেলা
টিপ টাপ করে ওরা খেলছে খেলা
দিনটি কাটলো বড়ই একেলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুমা চৌধুরী ২৭/০৫/২০১৪
-
কবি মোঃ ইকবাল ২৭/০৫/২০১৪অনেক ভালো লাগলো।
-
অমর কাব্য ২৭/০৫/২০১৪সুন্দর
শুভেচ্ছা রইল। ভাল থাকুন।