অজানা ভালোবাসা
অজান পুরের সেই মেয়েটি
নামটাও ছিলো অজানা,
আমি দাড়িয়ে ছিলাম একা
মুখটাও তার হয়নি দেখা,
অবাক চোখে তাকিয়ে আছি
চোখ যায় যত দূর,
প্রথম দেখায় পরেছি প্রেমে
চলে গেলো সে অনেক দূরে,
অজানা সেই প্রেমের দেখা
পেলাম আমি অবশেষে।
নামটাও ছিলো অজানা,
আমি দাড়িয়ে ছিলাম একা
মুখটাও তার হয়নি দেখা,
অবাক চোখে তাকিয়ে আছি
চোখ যায় যত দূর,
প্রথম দেখায় পরেছি প্রেমে
চলে গেলো সে অনেক দূরে,
অজানা সেই প্রেমের দেখা
পেলাম আমি অবশেষে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ২৫/০৫/২০১৪চমৎকার ভাবনা।
-
তাইবুল ইসলাম ২৪/০৫/২০১৪সাবলীলভাবে লেখা
বেশ লাগল -
মোঃওবায় দুল হক ২৪/০৫/২০১৪দেখা পেলেন তাখলে,পিটুল ভাই।
-
সফিউল্লাহ আনসারী ২৩/০৫/২০১৪অজানা সেই প্রেমের দেখা
পেলাম আমি অবশেষে।
.
সুন্দর লিখেছেন কবি ! -
সুরজিৎ সী ২৩/০৫/২০১৪,চমৎকার। খুবই সুন্দর কবিতা ।