স্বপ্নের পাখি তুমি
তুমি আমার সেই ময়না পাখি
চুরি করেছি তোমার দু’টি আখি,
তুমি আমার জানের জান
তোমার বুকে রাখি আমার পরান,
লাল-নীল-সবুজ রং’টি তোমার
পড়শু-কাল-আজ তুমি শুধু আমার,
জীবনে নানা রং’এ জরিয়ে আছো তুমি
হাড়িয়ে গেছি শুধু আমি,
স্মৃতি গুলো মুছে যাওয়ার পরও
স্বপ্ন দেখি আমি
আমার মনের স্বপ্নের পাখি তুমি।
চুরি করেছি তোমার দু’টি আখি,
তুমি আমার জানের জান
তোমার বুকে রাখি আমার পরান,
লাল-নীল-সবুজ রং’টি তোমার
পড়শু-কাল-আজ তুমি শুধু আমার,
জীবনে নানা রং’এ জরিয়ে আছো তুমি
হাড়িয়ে গেছি শুধু আমি,
স্মৃতি গুলো মুছে যাওয়ার পরও
স্বপ্ন দেখি আমি
আমার মনের স্বপ্নের পাখি তুমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/০৫/২০১৪চমৎকার লিখেছেন
-
সুরজিৎ সী ২২/০৫/২০১৪অনবদ্য
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২২/০৫/২০১৪তুমি রবে নীরবে হৃদয়ে মম
নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম॥
খুব সুন্দর অনুভূতি। ভালো লেগেছে... -
কবি মোঃ ইকবাল ২২/০৫/২০১৪ওয়াও! চমৎকার ভাবনা।
-
সফিউল্লাহ আনসারী ২১/০৫/২০১৪বাহ ... অভিনন্দন।
-
তাইবুল ইসলাম ২১/০৫/২০১৪কবিতাতে নিজেকে একে নিলাম কবি
সদা ভাল থাকবেন