আর পারছি না
স্বপ্নের আড়ালে তুমি ছিলে প্রিয় মানুষ হয়ে
আবেগের ছবি হয়ে এলে তুমি মনের মাঝে
বাসত্মবের সামনে এলে বন্ধুত্বের হাত বাড়িয়ে
চোখের অমত্মড়ালে ছিলে কষ্ট হয়ে,
আমার প্রতিটি দিন কেঁটেছে তোমাকে ভেবে
স্বপ্নের মাঝে তুমি ছিলে আমার হয়ে
আবেগের ছবি একেঁছি তোমার-আমার মনে
বাসত্মবের সামনে এলে বন্ধু হয়ে,
তোমার প্রতিটি দিন প্রতিটি মূহুর্ত
অনুভব করেছি শুধু আমি একা
ভেবেছি দূঃখের স্মৃতি গুলো আর থাকবে না আমার মনে
বৃষ্টির ফোঁটা হয়ে,
মূহুর্তেই কেঁটে গেলো পাঁচ-পাঁচটি বছর
তোমাকেই বুঝতেই
আর পারছি না তোমার দুঃখ গুলো
আমার সাথে মিলাতে,
পারছি না হাঁটতে একি সাথে বহু দূর
পারছি না আর তোমার স্মৃতি গুলো ভেবে কাঁদতে
আমাকে মুক্তি দাও-আমি মুক্তি চাই
বহু দূর বহু দূর আমি একাই হাঁটতে চাই।
আবেগের ছবি হয়ে এলে তুমি মনের মাঝে
বাসত্মবের সামনে এলে বন্ধুত্বের হাত বাড়িয়ে
চোখের অমত্মড়ালে ছিলে কষ্ট হয়ে,
আমার প্রতিটি দিন কেঁটেছে তোমাকে ভেবে
স্বপ্নের মাঝে তুমি ছিলে আমার হয়ে
আবেগের ছবি একেঁছি তোমার-আমার মনে
বাসত্মবের সামনে এলে বন্ধু হয়ে,
তোমার প্রতিটি দিন প্রতিটি মূহুর্ত
অনুভব করেছি শুধু আমি একা
ভেবেছি দূঃখের স্মৃতি গুলো আর থাকবে না আমার মনে
বৃষ্টির ফোঁটা হয়ে,
মূহুর্তেই কেঁটে গেলো পাঁচ-পাঁচটি বছর
তোমাকেই বুঝতেই
আর পারছি না তোমার দুঃখ গুলো
আমার সাথে মিলাতে,
পারছি না হাঁটতে একি সাথে বহু দূর
পারছি না আর তোমার স্মৃতি গুলো ভেবে কাঁদতে
আমাকে মুক্তি দাও-আমি মুক্তি চাই
বহু দূর বহু দূর আমি একাই হাঁটতে চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Mahfuza Sultana ২৯/০৫/২০১৪anek valo laglo
-
Mahfuza Sultana ২৯/০৫/২০১৪valo hoeche.
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/০৫/২০১৪খুবই ভালো লাগলো।
-
সফিউল্লাহ আনসারী ২১/০৫/২০১৪আমার প্রতিটি দিন কেঁটেছে তোমাকে ভেবে
স্বপ্নের মাঝে তুমি ছিলে আমার হয়ে
আবেগের ছবি একেঁছি তোমার-আমার মনে
বাসত্মবের সামনে এলে বন্ধু হয়ে,
.
ভালো লেগেছে...... -
সুবীর কাস্মীর পেরেরা ২০/০৫/২০১৪অনবদ্য
-
সুরজিৎ সী ২০/০৫/২০১৪আপনার কবিতা পড়ে মনে আনন্দ পাই। নিজেকে প্রেমিক প্রেমিক মনে হয়।
-
কবি মোঃ ইকবাল ২০/০৫/২০১৪চমৎকার লিখনী ভাই।