খুঁজে বেড়াই
বাতাসে ভেসে যায়
স্বপ্নের ঠিকানায়
নতুন কোথাও হাড়াবো আজ
তোমার আঙ্গীনায়,
জীবন গড়ে তোমার ত্বরে
ভাষাবো আজ নদীর জলে
জীবন যানে তুমি আমার
স্বপ্ন গুলো সুধুই তোমার,
আলোর খোঁজে ছুটছি আমি
আমার চেয়ে তুমি দামি
মনটা আমার আকুল হয়ে
থাকে তোমার পথও চেয়ে,
ছুটে বেড়াই তোমার খোঁজে
অন্ধকারের তারায় তারায়
পেয়েছি আজ তোমার দেখা
বলবো আমি আমার কথা।
স্বপ্নের ঠিকানায়
নতুন কোথাও হাড়াবো আজ
তোমার আঙ্গীনায়,
জীবন গড়ে তোমার ত্বরে
ভাষাবো আজ নদীর জলে
জীবন যানে তুমি আমার
স্বপ্ন গুলো সুধুই তোমার,
আলোর খোঁজে ছুটছি আমি
আমার চেয়ে তুমি দামি
মনটা আমার আকুল হয়ে
থাকে তোমার পথও চেয়ে,
ছুটে বেড়াই তোমার খোঁজে
অন্ধকারের তারায় তারায়
পেয়েছি আজ তোমার দেখা
বলবো আমি আমার কথা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুরজিৎ সী ১৯/০৫/২০১৪অনবদ্য সৃষ্টি। কবিকে আমার পাতায় আসার জন্য আমন্ত্রণ রইল ।
-
সফিউল্লাহ আনসারী ১৮/০৫/২০১৪আলোর খোঁজে ছুটছি আমি
আমার চেয়ে তুমি দামি
মনটা আমার আকুল হয়ে
থাকে তোমার পথও চেয়ে,
.
darun ! -
কবি মোঃ ইকবাল ১৮/০৫/২০১৪চমৎকার কাব্য।