একা
আমি বড় একা আমাকে দেখার মত কেউ নেই
নিজকে খুব ছোট মনে হয়-খুব ছোট
কি পেলাম আমার এ জীবনে দুঃখ আর কষ্ট ছাড়া
জীবনটা এমনি নদীর মত বয়ে চলেছে আমার,
পাল ও বৌঠা ছাড়া নৌকা যেমন চলতে পারে না
আমিও তেমন চলতে পারি না তোমাকে ছাড়া,
একা মনে হলে গান গাই- কবিতা লিখি- স্বপ্ন দেখি
তবুও যেন একাকিত্ত আমাকে ছাড়ে না,
দেখেছি তার ওই চোখ- ভূলতে পারি না ওই মুখ
সে গেছে অনেক দূরে আমাকে একা ফেলে
তবুও আমি আছি চেয়ে তার পথও পানে।
নিজকে খুব ছোট মনে হয়-খুব ছোট
কি পেলাম আমার এ জীবনে দুঃখ আর কষ্ট ছাড়া
জীবনটা এমনি নদীর মত বয়ে চলেছে আমার,
পাল ও বৌঠা ছাড়া নৌকা যেমন চলতে পারে না
আমিও তেমন চলতে পারি না তোমাকে ছাড়া,
একা মনে হলে গান গাই- কবিতা লিখি- স্বপ্ন দেখি
তবুও যেন একাকিত্ত আমাকে ছাড়ে না,
দেখেছি তার ওই চোখ- ভূলতে পারি না ওই মুখ
সে গেছে অনেক দূরে আমাকে একা ফেলে
তবুও আমি আছি চেয়ে তার পথও পানে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাইবুল ইসলাম ১৫/০৫/২০১৪
-
কবি মোঃ ইকবাল ১৫/০৫/২০১৪পেয়ে যাবেন কবি আপনার আপনজনাকে।
দোয়া করে দিলাম।
শুভেচ্ছা নেবেন