তোমার কথা
শুনেছি তুমি অনেক সুন্দরী হয়েছে
দেখেছে অনেকেই তোমাকে
লোকে দেখা হলে আমাকে
তোমার কথা বলেছে,
শুনেছি তুমি নাকি অনেক বড় হয়েছে
একা একা হাটতে পারো তুমি,
তোমার কথা আমার ভীষন মনে পরে
একা একা কেঁদে যাই আমি
আমাকে শান্তনা দেবার কেউ নেই
নিরব সুধু বয়ে চলেছি আমি,
অন্ধকার আলো নিভু নিভু ভাব
তবুও যেন নিভছে না মোমবাতি
তোমার কথা মনে করেই
রাত করে দেই পারি।
দেখেছে অনেকেই তোমাকে
লোকে দেখা হলে আমাকে
তোমার কথা বলেছে,
শুনেছি তুমি নাকি অনেক বড় হয়েছে
একা একা হাটতে পারো তুমি,
তোমার কথা আমার ভীষন মনে পরে
একা একা কেঁদে যাই আমি
আমাকে শান্তনা দেবার কেউ নেই
নিরব সুধু বয়ে চলেছি আমি,
অন্ধকার আলো নিভু নিভু ভাব
তবুও যেন নিভছে না মোমবাতি
তোমার কথা মনে করেই
রাত করে দেই পারি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আশিক রহমান ১১/০৫/২০১৪
-
কবি মোঃ ইকবাল ১০/০৫/২০১৪খুব ভালো লাগলো কবি।
tahole sorir kharap korbe,
tomar kichu hoye gele,
kemon kore valobasar jonno lorbe.