নদী
নদী নয়ন নীলে পরেছে বাধা
নদীর জলের নিচে হয়েছে কাঁদা,
নদীর ঢেউয়ে ভাসছে জল
জল করছে টলোমল,
নদীর তীরে বাধছে ঘর
জনপদের সেই কোলাহল,
কাটছে সময় গুনছি দিন
নদীর পাড়ে বাজে সাপুড়ের বীন,
কচুরি পানা ভাসছে জলে
স্রোতের টানে যাচ্ছে চলে
আপনে মনে।
নদীর জলের নিচে হয়েছে কাঁদা,
নদীর ঢেউয়ে ভাসছে জল
জল করছে টলোমল,
নদীর তীরে বাধছে ঘর
জনপদের সেই কোলাহল,
কাটছে সময় গুনছি দিন
নদীর পাড়ে বাজে সাপুড়ের বীন,
কচুরি পানা ভাসছে জলে
স্রোতের টানে যাচ্ছে চলে
আপনে মনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সামসুল ইসলাম ২২/০৫/২০১৪
-
সুরজিৎ সী ১৭/০৫/২০১৪দারুন লেখা
-
সোহেল রানা বীর ১৬/০৫/২০১৪ভালো
-
শারমিনা মাহমুদ ১৫/০৫/২০১৪Valo likhecen
-
আহমাদ সাজিদ ১৩/০৫/২০১৪সুন্দর
-
সফিউল্লাহ আনসারী ১০/০৫/২০১৪valoo lagloo...
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ১০/০৫/২০১৪"নদীর ঢেউয়ে ভাসছে জল
জল করছে টলোমল"- খুব ভালো -
কবি মোঃ ইকবাল ০৯/০৫/২০১৪ভুল ধরে দেওয়াতে আশারাখি রাগ করবেন না কবি।
-
কবি মোঃ ইকবাল ০৯/০৫/২০১৪সুন্দর কবিতা।
ঘড় =ঘর
সাপুরের =সাপুড়ের
পারে=পাড়ে।
হবে নাকী কবি? -
দীপঙ্কর বেরা ০৯/০৫/২০১৪নদীর কথা নদীর মত
-
এস,বি, (পিটুল) ০৯/০৫/২০১৪সবাইকে আমন্ত্রন যানাই আমার কবিতায়।
দারুন। খুব ভালো হইছে। পড়ে ভালো লাগলো।