পারিনি
বলার ছিলো অনেক কিন্তু বলতে পারিনি
জানার ছিলো অনেক কিন্তু জানতে পারিনি
সময় ছিলো অল্প তাই মিলাতে পারিনি
সামনে ছিলো সুন্দর পথ হাটতে পারিনি
মনে ছিলো অনেক কথা প্রকাশ করতে পারিনি
আকাশ ভরা তারা ছিলো গুনতে পারিনি
আশা ছিলো অনেক কিন্তু পূরন করতে পারিনি
জীবন আমার ছোট তাই সব কিছু নিতে পারিনি
পারিনি তোমায় ভালোবাসাতে ও ভালোবাসতে ।
জানার ছিলো অনেক কিন্তু জানতে পারিনি
সময় ছিলো অল্প তাই মিলাতে পারিনি
সামনে ছিলো সুন্দর পথ হাটতে পারিনি
মনে ছিলো অনেক কথা প্রকাশ করতে পারিনি
আকাশ ভরা তারা ছিলো গুনতে পারিনি
আশা ছিলো অনেক কিন্তু পূরন করতে পারিনি
জীবন আমার ছোট তাই সব কিছু নিতে পারিনি
পারিনি তোমায় ভালোবাসাতে ও ভালোবাসতে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শারমিনা মাহমুদ ০৭/০৫/২০১৪Shundor hoyece
-
সফিউল্লাহ আনসারী ০৭/০৫/২০১৪আশা ছিলো অনেক কিন্তু পূরন করতে পারিনি
akkhep ! aha !
darun .... -
কবি মোঃ ইকবাল ০৭/০৫/২০১৪যা পারো নি, তা করে দেখাও কবি।
নিরাকার তোমার সহায় হোক।