অপেক্ষায়
যদি তুমি আবার আসো আপন মনে
আমি তোমার আগের মতো করে নিবো গোপনে
দিন যদি হতে পারে রাত তবে আসবেই
আমি তোমার প্রতিক্ষায় চেয়ে থাকবোই
নদী যেমন পানির প্রতিক্ষায় থাকে
আমিও থাকবো তোমার প্রতিক্ষায়।
যদি তুমি আবার আসো আপন মনে
আমি তোমাকে আগের মতো করে নিবো গোপনে
গাছে গাছে ফুল ফোঁটে আপন মনে ঝড়ে যায়
আবার আপন মনেই ফুল ফোঁটে
ফুলের মতো যদি আবার আমার মনে তুমি
আনন্দ জাগাতে
তাহলে আমি এখনো থাকবো তোমার অপেক্ষায়।
আমি তোমার আগের মতো করে নিবো গোপনে
দিন যদি হতে পারে রাত তবে আসবেই
আমি তোমার প্রতিক্ষায় চেয়ে থাকবোই
নদী যেমন পানির প্রতিক্ষায় থাকে
আমিও থাকবো তোমার প্রতিক্ষায়।
যদি তুমি আবার আসো আপন মনে
আমি তোমাকে আগের মতো করে নিবো গোপনে
গাছে গাছে ফুল ফোঁটে আপন মনে ঝড়ে যায়
আবার আপন মনেই ফুল ফোঁটে
ফুলের মতো যদি আবার আমার মনে তুমি
আনন্দ জাগাতে
তাহলে আমি এখনো থাকবো তোমার অপেক্ষায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নীরব রাজ ০৫/০৫/২০১৪
-
কবি মোঃ ইকবাল ০৫/০৫/২০১৪ঠিরে আসবেই আসবে।
সবুরে মেওয়া ফলে। -
আশিক রহমান ০৫/০৫/২০১৪আপনার ভালোবাসা যদি সত্যি হয়, নিশ্চয় ফিরে আসবে, আমরাও আশায় থাকলাম, দাওয়াত খাবার জন্য
-
সফিউল্লাহ আনসারী ০৫/০৫/২০১৪নদী যেমন পানির প্রতিক্ষায় থাকে
আমিও থাকবো তোমার প্রতিক্ষায়।
khub lagloo valoo -
আবুল বাশার শেখ ০৫/০৫/২০১৪চমৎকার একটা েলখা
-
মীর মামুন হোসেন ০৫/০৫/২০১৪বাহ!
সে আসবেই...