ভালোবাসি
সেই দিন আমি আর তুমি
প্রথম দেখা দেখি
কেউ কাউকে চিনি না
নাম ধামও জানি না,
অপলক দৃষ্টিতে তাকিয়ে আমি আর তুমি
আমি ভাবছি তুমি কে
তোমাকে কেনো এতো ভালো লাগলো
ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হলো,
তবুও যেনো আমি বলতে পারছি না আমার মনের কথা
তোমাকে কেনো এতো আমার ভয় লাগে
আমার ভালোবাসার কথা বলতে গিয়ে
আমার মনে তোমার কথা কেন এতো মনে পরে,
আমি তোমাকে কোন দিনও ভুলতে পারবো না
তুমি জানো না আমি তোমার কথা প্রতি দিন
মনে করি
প্রতি মূহুতেই মনে করি
আমি তোমাকে ছাড়া বাচঁবো না।
প্রথম দেখা দেখি
কেউ কাউকে চিনি না
নাম ধামও জানি না,
অপলক দৃষ্টিতে তাকিয়ে আমি আর তুমি
আমি ভাবছি তুমি কে
তোমাকে কেনো এতো ভালো লাগলো
ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হলো,
তবুও যেনো আমি বলতে পারছি না আমার মনের কথা
তোমাকে কেনো এতো আমার ভয় লাগে
আমার ভালোবাসার কথা বলতে গিয়ে
আমার মনে তোমার কথা কেন এতো মনে পরে,
আমি তোমাকে কোন দিনও ভুলতে পারবো না
তুমি জানো না আমি তোমার কথা প্রতি দিন
মনে করি
প্রতি মূহুতেই মনে করি
আমি তোমাকে ছাড়া বাচঁবো না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৮/০৫/২০১৪অনন্য ভাবনায় লিখা।
-
সফিউল্লাহ আনসারী ০২/০৫/২০১৪আমি তোমাকে কোন দিনও ভুলতে পারবো না
খুব ভাল লেখা ! -
মুনিরুল্লাহ রাইয়ান ০২/০৫/২০১৪দারুন কবিতা লিখেছো হে কবি। আমার যত ভালো লাগা আছে এখানে রেখে গেলাম।
কিন্তু শব্দের বানানের দিকে একটু খেয়াল রাখবেন -
ফাহমিদা ফাম্মী ৩০/০৪/২০১৪jodio kauke chara keu more na tobu kobir dristyte abeg ke patta deowai kobir kaj//// valo laglo
-
সুমাইয়া বরকতউল্লাহ্ ৩০/০৪/২০১৪ভালো লাগলো। ধন্যবাদ নিন।
-
সফিউল্লাহ আনসারী ২৯/০৪/২০১৪আমি তোমাকে কোন দিনও ভুলতে পারবো না
-
রায়হান রহমান ২৯/০৪/২০১৪কবিতা টা ভালো লাগলো
-
পল্লব ২৯/০৪/২০১৪সুন্দর লিখেছেন। কিছু বানান ঠিক করে নিলে আরও সুখপাঠ্য হবে।
অপোলুক - অপলক
দূষ্টিতে - দৃষ্টিতে
যানো - জানো
মূহুেতই - মূহুর্তেই