স্মৃতি
ছিটে বিটি মেঘ
ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়ে
অস্থিরতায় মন
আকূল হয়ে কাঁদে,
নীরবতা আমাকে
ধুকে ধুকে পোড়াচ্ছে
বৃতীষ্ণতায় কাটছে সময়,
তুমি কি সুধুই ছবি হয়ে থাকবে
কবির অন্তরে তুমি ছবি নও
কবিতা হয়ে থাকবে,
স্মৃতি গুলো আজ
কেমন যেন ছন্ন ছাড়া
চোখ বুঝলেই মনে হয়
আমি আর পৃথিবীতে নেই,
আকাশের কোনে সর্বনাশে
খনে খনে উরছে হেসে
প্রলয় তোমার কেশে বেশে
করছে নাচা নাচি,
আবার কোথায় চলতে হবে
গভীর অন্ধকারে
যেতে যেতে একলা পথে
নিভীযেছে আমার বাতি
দেখবো আমি
কেমন করে তোমায়,
চোখেরো সামনে তুমি নাই
নিয়েছো যে চোখেরো
মাঝখানে ঠাই ।
ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়ে
অস্থিরতায় মন
আকূল হয়ে কাঁদে,
নীরবতা আমাকে
ধুকে ধুকে পোড়াচ্ছে
বৃতীষ্ণতায় কাটছে সময়,
তুমি কি সুধুই ছবি হয়ে থাকবে
কবির অন্তরে তুমি ছবি নও
কবিতা হয়ে থাকবে,
স্মৃতি গুলো আজ
কেমন যেন ছন্ন ছাড়া
চোখ বুঝলেই মনে হয়
আমি আর পৃথিবীতে নেই,
আকাশের কোনে সর্বনাশে
খনে খনে উরছে হেসে
প্রলয় তোমার কেশে বেশে
করছে নাচা নাচি,
আবার কোথায় চলতে হবে
গভীর অন্ধকারে
যেতে যেতে একলা পথে
নিভীযেছে আমার বাতি
দেখবো আমি
কেমন করে তোমায়,
চোখেরো সামনে তুমি নাই
নিয়েছো যে চোখেরো
মাঝখানে ঠাই ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুরজিৎ সী ২০/০৫/২০১৪বেশ ভালো লাগলো
-
কবি মোঃ ইকবাল ০৮/০৫/২০১৪চমৎকার।
-
আশিক রহমান ২৯/০৪/২০১৪wow
-
সজল ২৮/০৪/২০১৪hm
-
সুবীর কাস্মীর পেরেরা ২৮/০৪/২০১৪কাব্য কথনে রয়েছে ছন্দের প্রভা।