স্বপ্ন
বলো সখী তারে গিয়ে
স্বপ্ন গুলো ভাসিয়ে দিলো,
ভাসিয়ে দিলো জলের ধারে
খুঁজে পাবো কি স্বপ্ন টাকে,
চলে গেলো সে অনেক দূরে
বুকে আমার ব্যাথা দিয়ে,
যায় না ব্যাথা বুক থেকে
চোখের ত্বরে কান্না ঝড়ে,
কান্না আমার কথা হয়ে
ঝড়ছে পানি অঝড় ঝড়ে,
মুখের কথা মুখেই রইল
কষ্ট গুলো চাপিয়ে দিয়ে,
দিন গুলো যায় আনমোনা হয়ে
সময় যে কাটে ক্ষনে ক্ষনে,
দিন গুলো আজ কোথায় গেলো
অন্ধকারের অন্তরালে।
স্বপ্ন গুলো ভাসিয়ে দিলো,
ভাসিয়ে দিলো জলের ধারে
খুঁজে পাবো কি স্বপ্ন টাকে,
চলে গেলো সে অনেক দূরে
বুকে আমার ব্যাথা দিয়ে,
যায় না ব্যাথা বুক থেকে
চোখের ত্বরে কান্না ঝড়ে,
কান্না আমার কথা হয়ে
ঝড়ছে পানি অঝড় ঝড়ে,
মুখের কথা মুখেই রইল
কষ্ট গুলো চাপিয়ে দিয়ে,
দিন গুলো যায় আনমোনা হয়ে
সময় যে কাটে ক্ষনে ক্ষনে,
দিন গুলো আজ কোথায় গেলো
অন্ধকারের অন্তরালে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৮/০৫/২০১৪স্বপ্নের কথাগুলো অসাধারন।
-
সফিউল্লাহ আনসারী ০২/০৫/২০১৪দিন গুলো আজ কোথায় গেলো
অন্ধকারের অন্তরালে।
ভাল লেগেছে -
মোঃওবায় দুল হক ২১/০৪/২০১৪খুব সুন্দর!
-
মীর মামুন হোসেন ২১/০৪/২০১৪বেশ ভাল লাগল
ছন্দের উপস্থিতি কম
অন্তমিল নেই। -
মুনিরুল্লাহ রাইয়ান ২০/০৪/২০১৪বেশ ভালো