কল্পনা
মোমবাতিটাতে আলো জ্বালিয়েছি তোমাকে দেখবো বলে
নিভীয়ে গেলে আলো জ্বলিয়ে দেখবো আবারো।
নদীতে নৌকা নিয়ে ঘুরে বেড়াব আমি তুমি
শুনবো পাখিদের গান দেখবো শ্যামল প্রকৃতি।
নিরব তুমি আমি দু’জনে পাশা পাশি
দু’চোখে চোখ রেখে তুমি বললে ভালোবাসি।
আকাঁশে জমেছে কালো মেঘ বৃষ্টি হবে
দুলছে দূরের গাছ বয়ছে ঘন বাতাশ।
নিঃশব্দে বসে আছি দু’জনে কাছা কাছি
যেন মনে হয় এ ভাবে কাটিয়ে দেই আ-জীবন।
নিভীয়ে গেলে আলো জ্বলিয়ে দেখবো আবারো।
নদীতে নৌকা নিয়ে ঘুরে বেড়াব আমি তুমি
শুনবো পাখিদের গান দেখবো শ্যামল প্রকৃতি।
নিরব তুমি আমি দু’জনে পাশা পাশি
দু’চোখে চোখ রেখে তুমি বললে ভালোবাসি।
আকাঁশে জমেছে কালো মেঘ বৃষ্টি হবে
দুলছে দূরের গাছ বয়ছে ঘন বাতাশ।
নিঃশব্দে বসে আছি দু’জনে কাছা কাছি
যেন মনে হয় এ ভাবে কাটিয়ে দেই আ-জীবন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৮/০৫/২০১৪ইউনিক কবিতা।
-
জোছনা ভেজা মন ২৬/০৪/২০১৪আপনার সবকটি কবিতা এখনও পড়ে উঠতে পারিনি। যে ক্তা পড়েছি তার মধ্যে এটা বেশী ভালো লেগেছে।