অবক্ষয়
অসুখ আর অ -সুখ বোঝাই করা ট্রেন চলে যাবার পর
স্থির জ্বলতে থাকে লাল বাতি ---
পড়ে থাকে ফাঁকা প্ল্যাটফর্ম
সবুজ থেকে আরও সবুজতর হয়ে ওঠতে থাকে
বহুদিনের না মাড়ানো ঘাস
দূরে নিয়ন আলোয় ভেসে ওঠে সতর্কবার্তা
"সামাজিক দূরত্ব বজায় রাখুন"
এযাবৎ কাছাকাছি থেকেও থেকেছো আলোকবর্ষ দূরে
তর্জনী তাক করতে করতে নিজেই দূরে ঠেলে দিয়েছি স্বকীয় সত্তা
তুমার হাসিমুখে ছিলো এক রহস্যময় আন্তরিকতা
বুকের ভিতর কালো তিল মারণ ভাইরাস
সংক্রমণে ঝরে পড়তে দেখেছি বসন্তের অস্ফূট ফুল
মুমুর্ষু রোগীর মতো নেতিয়ে পড়তে দেখেছি সবকটি প্রতিষ্ঠান
যেখানে এটাই আমাদের বহুল পরিচিত সামাজিক নৈকট্য
সেখানে এই ক্ষনিকের সামাজিক দূরত্ব
আমাদের কতটুকুই বা আর অসামাজিক করে তুলতে পারে !
স্থির জ্বলতে থাকে লাল বাতি ---
পড়ে থাকে ফাঁকা প্ল্যাটফর্ম
সবুজ থেকে আরও সবুজতর হয়ে ওঠতে থাকে
বহুদিনের না মাড়ানো ঘাস
দূরে নিয়ন আলোয় ভেসে ওঠে সতর্কবার্তা
"সামাজিক দূরত্ব বজায় রাখুন"
এযাবৎ কাছাকাছি থেকেও থেকেছো আলোকবর্ষ দূরে
তর্জনী তাক করতে করতে নিজেই দূরে ঠেলে দিয়েছি স্বকীয় সত্তা
তুমার হাসিমুখে ছিলো এক রহস্যময় আন্তরিকতা
বুকের ভিতর কালো তিল মারণ ভাইরাস
সংক্রমণে ঝরে পড়তে দেখেছি বসন্তের অস্ফূট ফুল
মুমুর্ষু রোগীর মতো নেতিয়ে পড়তে দেখেছি সবকটি প্রতিষ্ঠান
যেখানে এটাই আমাদের বহুল পরিচিত সামাজিক নৈকট্য
সেখানে এই ক্ষনিকের সামাজিক দূরত্ব
আমাদের কতটুকুই বা আর অসামাজিক করে তুলতে পারে !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১২/০৭/২০২০Excellent