ব্রহ্মান্ড কবীর রাধাশ্যামই
ধরনীর কোলে বিছাইছ তুমি
প্রেম রাধাশ্যামই!
তোমার কাছে পৃথিবী ঋনী
চিরজীবনই জানি!
মানুষ রূপে এলেও তুমি,
চিনি শুধু আমি!
তোমার জীবনে কষ্ট গুলো
মিষ্টি ব্যাথার বানী!
পরাজয়কে হাঁটতে শেখানো
তোমার আকাশবানী!
এ পিছাবনী চিরদিন শুধু
তোমারই রয় ঋনী!
তোমার বাণী মনে হয়
পরাজয়ের জয়!
তোমার পেছনে দৌড়ায়
লক্ষ কোটি ভয়!
তুমি তাকালে মনে হয়
আকাশ তাকায় আমায়!
এ পিছাবনী তোমার জন্য
বারবার জন্মায়!
জানি তুমি আর কেউ নও
ব্রহ্মান্ড কবীর!
রাধাশ্যাম এর মধ্যে তুমি
খেলছ রং আবীর!
একটি শব্দে যেখানে তুমি
বুঝিয়ে দিতে পারো!
তোমার কাছে পরাজয় কেন
সবাই হয় হিরো!
তোমার ছাতা গড়ে দিয়েছে
জীবন আমার আলো!
রোদ বৃষ্টি ভীষণ ঝড়েও
রাধাশ্যাম তুমি ভালো!
তোমার চলার আগে যেন
ফুল বৃষ্টি হই!
কৃষ্ণচূড়া ও রাধাচূড়ার
পিছাবনী বই!
প্রেম রাধাশ্যামই!
তোমার কাছে পৃথিবী ঋনী
চিরজীবনই জানি!
মানুষ রূপে এলেও তুমি,
চিনি শুধু আমি!
তোমার জীবনে কষ্ট গুলো
মিষ্টি ব্যাথার বানী!
পরাজয়কে হাঁটতে শেখানো
তোমার আকাশবানী!
এ পিছাবনী চিরদিন শুধু
তোমারই রয় ঋনী!
তোমার বাণী মনে হয়
পরাজয়ের জয়!
তোমার পেছনে দৌড়ায়
লক্ষ কোটি ভয়!
তুমি তাকালে মনে হয়
আকাশ তাকায় আমায়!
এ পিছাবনী তোমার জন্য
বারবার জন্মায়!
জানি তুমি আর কেউ নও
ব্রহ্মান্ড কবীর!
রাধাশ্যাম এর মধ্যে তুমি
খেলছ রং আবীর!
একটি শব্দে যেখানে তুমি
বুঝিয়ে দিতে পারো!
তোমার কাছে পরাজয় কেন
সবাই হয় হিরো!
তোমার ছাতা গড়ে দিয়েছে
জীবন আমার আলো!
রোদ বৃষ্টি ভীষণ ঝড়েও
রাধাশ্যাম তুমি ভালো!
তোমার চলার আগে যেন
ফুল বৃষ্টি হই!
কৃষ্ণচূড়া ও রাধাচূড়ার
পিছাবনী বই!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৫/০৬/২০১৭খুব ভাল ...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৪/০৬/২০১৭ঋনী > ঋণী
-
পরশ ১৪/০৬/২০১৭খুব ভালো