কৃষ্ণ টুসি পূর্ণিমা
পূর্ণিমাতে পূর্ণ রাতে
ময়ূর বনে টুসি হাঁটে!
ঝুমুর ঝুমুর নূপুর বাঁশি
রাধার মুখে কৃষ্ণ হাসি!
অভ্র তারার ফুল বাগানে
টুসির গান শ্যাম শোনে!
মিষ্টি হাসি জ্যোৎস্না চাঁদ
সপ্ত কোকিল উন্মাদ!
কন্ঠে তার মিষ্টি কথা,
শ্যাম শোনে মিষ্টি ব্যথা!
রাধার হাতে সাজে সে
মিষ্টি গানের ফুল বাতাসে!
ময়ূর ছড়ি ঘুরিয়ে বলে
স্বপ্নে যে তোর কথা বলে!
যার পূজো করলি জীবনে
রং মাখালি না হোলির দিনে?
মাখল যে তোর ভাইর হাতে
ঘাটে এসেছিলাম ঘট তুলতে!
যার মনে যেমন কথা
বুঝতে দে তাকে তেমনটা!
তোর দেওয়া ফুলে সাজি
৩৩ কোটি দেবতা আজি!
জ্যোৎস্না রাতে পূর্ণিমাতে
কৃষ্ণ সাজে টুসির হাতে!
ঠান্ডা বাতাস দোলায় মন
টুসির গানে আয়না গগন!
ফুল বুনি ঐ সপ্ততারা
ময়ূর আকাশে মেঘতারা!
ছায়া আল্পনায় পূর্ণিমাতে
ময়ূর বনে টুসি হাঁটে!
ঝুমুর ঝুমুর নূপুর পায়ে
মিষ্টি মিষ্টি গান শুনিয়ে!
আড়ালে কৃষ্ণ কান পাতে
এত জোরে কে হাঁটে?
ময়ূর বনে টুসি হাঁটে!
ঝুমুর ঝুমুর নূপুর বাঁশি
রাধার মুখে কৃষ্ণ হাসি!
অভ্র তারার ফুল বাগানে
টুসির গান শ্যাম শোনে!
মিষ্টি হাসি জ্যোৎস্না চাঁদ
সপ্ত কোকিল উন্মাদ!
কন্ঠে তার মিষ্টি কথা,
শ্যাম শোনে মিষ্টি ব্যথা!
রাধার হাতে সাজে সে
মিষ্টি গানের ফুল বাতাসে!
ময়ূর ছড়ি ঘুরিয়ে বলে
স্বপ্নে যে তোর কথা বলে!
যার পূজো করলি জীবনে
রং মাখালি না হোলির দিনে?
মাখল যে তোর ভাইর হাতে
ঘাটে এসেছিলাম ঘট তুলতে!
যার মনে যেমন কথা
বুঝতে দে তাকে তেমনটা!
তোর দেওয়া ফুলে সাজি
৩৩ কোটি দেবতা আজি!
জ্যোৎস্না রাতে পূর্ণিমাতে
কৃষ্ণ সাজে টুসির হাতে!
ঠান্ডা বাতাস দোলায় মন
টুসির গানে আয়না গগন!
ফুল বুনি ঐ সপ্ততারা
ময়ূর আকাশে মেঘতারা!
ছায়া আল্পনায় পূর্ণিমাতে
ময়ূর বনে টুসি হাঁটে!
ঝুমুর ঝুমুর নূপুর পায়ে
মিষ্টি মিষ্টি গান শুনিয়ে!
আড়ালে কৃষ্ণ কান পাতে
এত জোরে কে হাঁটে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ১৩/০৬/২০১৭অপূর্ব কবিতা
-
আলম সারওয়ার ১১/০৬/২০১৭অসাধারণ লেখালেখির জন্য শুভেচ্ছা থাকল আমার
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১১/০৬/২০১৭নামটি বেশ সুন্দর।
-
রাখাল বালক ১১/০৬/২০১৭অসাধারন আবিষ্কার