গ্রাম ও শহর
ব্যস্ত শহর,দোকানপাট
ব্যস্ত কৃষক,মাঠ ঘাট!
হাজার পা,হাজার গাড়ি,
গ্রামে বেশি মাটির বাড়ি!
শহরে যত পাথর, ইট
গ্রামে যত মাটির বিট!
শহরে লোকের ব্যস্ত মন
গ্রাম্য লোকের কোমল জীবন!
শহরে যত জটিলতা
গ্রামে শুধু সরলতা!
শহরে লাগায় টপে গাছ
গ্রামে পুকুরে খেলে মাছ!
শহরের রং ধূসর বাদামী,
গ্রামের রং সবুজ ভূমি!
ব্যস্ত কৃষক,মাঠ ঘাট!
হাজার পা,হাজার গাড়ি,
গ্রামে বেশি মাটির বাড়ি!
শহরে যত পাথর, ইট
গ্রামে যত মাটির বিট!
শহরে লোকের ব্যস্ত মন
গ্রাম্য লোকের কোমল জীবন!
শহরে যত জটিলতা
গ্রামে শুধু সরলতা!
শহরে লাগায় টপে গাছ
গ্রামে পুকুরে খেলে মাছ!
শহরের রং ধূসর বাদামী,
গ্রামের রং সবুজ ভূমি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ০৪/০৬/২০১৭অসাধারন কবি। শুভেচ্ছা নিবেন।
-
মোহাম্মদ সফিউল হক ০৩/০৬/২০১৭গ্রাম আমার প্রাণ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/০৬/২০১৭সুন্দর।