সাড়া
ভালো কাজ করতে হলে;
শুনতে হবে খারাপটা!
মনের মাঝে দুঃখ পেলে;
বুঝবে পরে আনন্দটা!
নতুন কিছু করতে গেলে;
আসবেও শত বাধা!
নিন্দুকেরা নিন্দা করলে;
প্রশংসা হয় জ্যাদা!
বড় কাজে ঝুঁকি নিলে;
সাফল্য আসে আধা!
মনের জোর না ভাঙ্গলে;
সম্পূর্ণ ও ভাই দাদা!
সমালোচনা করলে সবাই;
ভালো হয় কাজটা!
কাজটি ভাই নিজে করলেই;
বাড়ে অভিজ্ঞতা!
নতুন কিছু করতে গেলে;
হাঁসবে কত ওরা!
তার মাঝে ঝুঁকি নিলে;
বাধার মাঝে সাড়া!
শুনতে হবে খারাপটা!
মনের মাঝে দুঃখ পেলে;
বুঝবে পরে আনন্দটা!
নতুন কিছু করতে গেলে;
আসবেও শত বাধা!
নিন্দুকেরা নিন্দা করলে;
প্রশংসা হয় জ্যাদা!
বড় কাজে ঝুঁকি নিলে;
সাফল্য আসে আধা!
মনের জোর না ভাঙ্গলে;
সম্পূর্ণ ও ভাই দাদা!
সমালোচনা করলে সবাই;
ভালো হয় কাজটা!
কাজটি ভাই নিজে করলেই;
বাড়ে অভিজ্ঞতা!
নতুন কিছু করতে গেলে;
হাঁসবে কত ওরা!
তার মাঝে ঝুঁকি নিলে;
বাধার মাঝে সাড়া!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মিজান নকীব ০৩/০৭/২০১৭খুব ভালো
-
মোঃ মুসা খান ০১/০৬/২০১৭বেশ
-
Tanju H ০১/০৬/২০১৭অসাধারন।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০১/০৬/২০১৭হাসবে ( চন্দ্রবিন্দু নয় ) বাঁধা ( চন্দ্রবিন্দু সহ)।
-
রাশেদ খাঁন ০১/০৬/২০১৭ভালো লাগলো
-
মধু মঙ্গল সিনহা ০১/০৬/২০১৭সুন্দর।