দর্পণ
তেপান্তরের মাঠে,
গরীব চাষী খাটে!
দুবেলা অন্ন জোটাটে,
ভিখারী হাত পাতে!
ধনী চড়ে দামী গাড়ি,
গরীবের শুধু মাটির বাড়ি!
কেউ আবার সমাজপতি,
কুসংস্কারে করে ক্ষতি!
যুগে যুগে টানে দাঁড়,
জোটে কত গোপাল ভাঁড়!
কেউ আবার মিথ্যা বলে,
বৌ-বাচ্চার সংসার চলে!
আদালতে একি বিচার?
চমৎকার চমৎকার!
গরীব চাষী খাটে!
দুবেলা অন্ন জোটাটে,
ভিখারী হাত পাতে!
ধনী চড়ে দামী গাড়ি,
গরীবের শুধু মাটির বাড়ি!
কেউ আবার সমাজপতি,
কুসংস্কারে করে ক্ষতি!
যুগে যুগে টানে দাঁড়,
জোটে কত গোপাল ভাঁড়!
কেউ আবার মিথ্যা বলে,
বৌ-বাচ্চার সংসার চলে!
আদালতে একি বিচার?
চমৎকার চমৎকার!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ৩০/০৫/২০১৭সত্যিই চমৎকার।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩০/০৫/২০১৭চমৎকার।