www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাংলার বৃন্দাবন

সূর্য গগনে সোনালী আলো;
পৃথিবীর মনে লেগেছে ভালো!
সহস্র পাখি সকাল বেলা;
গানের সুরে মিষ্টি বেলা!
ময়ূর ময়ূরী পেখম তোলে;
সুন্দর বনে ফুল জঙ্গলে!
আকাশে তখন মেঘের ফুল;
সাজে বেশ বৃষ্টি মুকুল!
পায়রার দল বকম বকম;
খড়গোজ ছোটে বহু রকম!
যমুনা খাল গঙ্গা নদী;
কলসি কমরে যায় দিদি!
শ্যামও দুলছে কদম গাছে;
বাঁশির সুরে রাধা হাসছে!
কৃষ্ণচূড়ায় ফুটেছে ফুল;
রাধাচূড়ায় ঝরছে মুকুল!
বাংলায় পিছাবনী জগৎ খাঁটি;
বৃন্দাবনের স্বর্গ মাটি!
প্রেম পৃথিবী বাংলা আমার;
পিছাবনী মন তোমার!
বাংলার বৃন্দাবন গড়ে পিছাবনী
রাধাশ্যামঐ আকাশবাণী!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast