তোমার হাতে রান্না
নুন মাখানো গরম ভাত,
টসটসে কাঁচালঙ্কার স্বাদ!
সঙ্গে কাঁচা পেঁয়াজ,
বেশ জমবে আজ।
ওরে বাবা রে কি ঝাল রে!
ওরে কেউ জল দে রে!
বাঃ পুঁঠি মাছের ভাজা?
তাহলে তো খেতে খুব মজা!
আজ আবার আলু পোস্ট?
তাহলে আমি খেতে ব্যস্ত!
কাতলা মাছের মাথা!
কি সুস্বাদু মুড়ি ঘন্টটা!
আবার পোনা মাছের ঝোল,
সঙ্গে আলু পটল!
তোমার হাতে রান্না,
না খেয়ে পারি না!
ইলিশ মাছের ঝালদীয়া,
হয়েছে গো প্রিয়া?
থামও থামও যাচ্ছি,
হাতে লেগেছে ছেঁকা!
মুচকি মুচকি হাসছি!
বলল সাবধানে সুলেখা!
কি সুস্বাদু সব তরকারী,
সব তোমার হাতের জাদুকরি!
লঙ্কা বেশি খাও না,
কেমন হয়েছে রান্না?
লাউ চিংড়ির ঘন্ট দেবও,
শেষে তুমি খাবে তো?
পেট ভরে গেছে,
তবু খেতে ইচ্ছে!
তোমার হাতে রান্না,
না খেলে পারি না!
টসটসে কাঁচালঙ্কার স্বাদ!
সঙ্গে কাঁচা পেঁয়াজ,
বেশ জমবে আজ।
ওরে বাবা রে কি ঝাল রে!
ওরে কেউ জল দে রে!
বাঃ পুঁঠি মাছের ভাজা?
তাহলে তো খেতে খুব মজা!
আজ আবার আলু পোস্ট?
তাহলে আমি খেতে ব্যস্ত!
কাতলা মাছের মাথা!
কি সুস্বাদু মুড়ি ঘন্টটা!
আবার পোনা মাছের ঝোল,
সঙ্গে আলু পটল!
তোমার হাতে রান্না,
না খেয়ে পারি না!
ইলিশ মাছের ঝালদীয়া,
হয়েছে গো প্রিয়া?
থামও থামও যাচ্ছি,
হাতে লেগেছে ছেঁকা!
মুচকি মুচকি হাসছি!
বলল সাবধানে সুলেখা!
কি সুস্বাদু সব তরকারী,
সব তোমার হাতের জাদুকরি!
লঙ্কা বেশি খাও না,
কেমন হয়েছে রান্না?
লাউ চিংড়ির ঘন্ট দেবও,
শেষে তুমি খাবে তো?
পেট ভরে গেছে,
তবু খেতে ইচ্ছে!
তোমার হাতে রান্না,
না খেলে পারি না!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৫/২০১৭সুন্দর।
-
সাঁঝের তারা ২৬/০৫/২০১৭"তোমার হাতের জাদুকরি!" - খেতে ভাল তো লাগবেই ...
-
Tanju H ২৬/০৫/২০১৭খাবারের বাহার.....অনেক ভালো লাগল।শুভেচ্ছা কবি।
-
পরশ ২৬/০৫/২০১৭সুন্দর হইছে