www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উল্কা

অন্ধকার পথে
তীব্রগতিতে ছুটে আসছি আমি
অগ্নি আলো উল্কা!
কাল বনের ছায়া পথে
মুছে দেব আমি
সমস্ত কালো অন্ধকার!
সরে যা আমার সামনে থেকে,
যদি থাকিস কুসংস্কার!
আমার পথে হোস না বাধা,
যত অন্যায় অত্যাচার।
আমি অম্যাবসার কল্কিরাধা!
উল্কা করবে ছারখার!
আমি অগ্নি ভয়ঙ্করী,
রণহুঙ্কার ধাবিয়মান।
এক হাতে মোর কৃষ্ণবাঁশি,
অন্য হাতে উল্কা বিমান!
মহাকালের কৃষ্ণকালী,
আমি সেই রাধাশ্যাম।
জানিস না তুই মৃত্যু কি?
রক্ত আলো সংগ্রাম!
বাজাবো যখন প্রেমের বাঁশি,
উন্মাদ উল্কা সপ্তসাগর।
অন্যায়ের কানে ধ্বংস হাসি,
বদলাবে তার নগর!
প্রেম মন্ত্রে আয়রে তুই,
না হলে আমি উল্কা হাঁটি।
তীব্রগতিতে ছুঁড়ছি আমি,
মহাকালের লোহার মাটি।
ওরে অন্যায় বদলে যা!
এখনও তোর সময় বলে।
না হলে আমি উল্কা,
ঐ অগ্নি আলো বলে!
তুই যদি ধরিস ছাতা,
আমি হব উল্কা কাঁটা!
প্রেম মন্ত্রে বদলে যা রে,
না হলে উল্কা বৃষ্টি পড়ে।
তীব্র কালো অন্ধকার,
ঘুঁচাব আমি কুসংস্কার!
আমি অগ্নি উল্কা বৃষ্টি,
মহাকাশের ঐ দৃষ্টি!
মহাকালের কল্কি আমি,
পিছাবনী আগামী!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আতাম মিঞা ২৫/০৫/২০১৭
    খুব সুন্দর ,চমৎকার লাগলো।
  • রাবেয়া মৌসুমী ১৮/০৫/২০১৭
    িবদ্রোহী...সুন্দর।
  • মধু মঙ্গল সিনহা ১৮/০৫/২০১৭
    ভালো লাগলো।
  • আলম সারওয়ার ১৭/০৫/২০১৭
    Wow
 
Quantcast