www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কলঙ্ক

একটি তারা খসেছিল সেদিন,
চাঁদের কোণটা ভেঙেছিল সেদিন,
সূর্য হতে বিচ্ছিন্ন হয়ে বাঁচার নেশায়-
রক্তাত্ব হয়ে ঝরে পড়ে, দাগ ছিল তার গায়।
তার দু'পিঠেই রক্ত ঝরছিল হয়ে ফিনকি,
স‍্যাটেলাইটে ফলাও প্রচার, তোমরা শুনেছো কি?

চিতিয়ে বক্ষ প্রকাশ‍্য দিবালোকে,
মোমবাতির মিছিলে সবার আগে;
শুধুই ক‍্যমেরার ঝলসানি,
টিআরপি'র হাতছানি।
সে নির্বাক ছিল।
তার দু'পিঠেই দাগ ছিল।

স‍্যাটেলাইটে ফলাও প্রচার ছিল,
বিতর্কেও তর্ক হল;
এই এজেন্ডা‌য় ভোট হবে,
তোমরা নিশ্চ‌ই শুনে থাকবে।

(২০১৭ ২৭শে নভেম্বর, সোমবার)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শুভেচ্ছা রইল..@@
  • সুন্দর
  • দীপঙ্কর বেরা ০৬/১২/২০১৭
    খুব ভাল লাগল
  • আলম সারওয়ার ০৫/১২/২০১৭
    অসাধারণ একটি উপহার কবিকে শুভেচ্ছা থাকল আমার
 
Quantcast