প্রথম চুম্বন
কম্পিত চঞ্চল ললিত ওষ্ঠ,
শিরায় শিরায় শিহরণ সৃষ্ট।
উষ্ণতার সিঞ্চনে কাঁপছে থরথর্,
নিস্তব্ধ বাতাসে ধ্বনিত বনের মর্মর;
আঙ্গুলের আলতো চলাচল খাঁজে,
দুটি অভিন্ন হৃদয়ের কোলাহল মাঝে।
নিস্তরঙ্গ সময়, রুদ্ধ সিক্ত লোচন,
সেস্থলে আমাদের প্রথম চুম্বন।
স্বপ্নের চলাচলে গতিহীন প্রান্তর,
থেমেছে নিশ্বাস আর থেমেছে তেপান্তর।
দুই যোবন হেথা কোথা গেল মিশি,
আবেশী হ'ল মন আকুল দিবানিশি।
গোধূলির সেই ক্ষন যেন গেল থেমে
আশান্ত ধরনী এসে শান্ত এই ক্ষণে।
(২০১৭, ২রা ডিসেম্বর, শুক্রবার)
হোলাক্ষেত | উদয়পুর | ত্রিপুরা
©সন্দীপন পাল (Sandipan Pal)
শিরায় শিরায় শিহরণ সৃষ্ট।
উষ্ণতার সিঞ্চনে কাঁপছে থরথর্,
নিস্তব্ধ বাতাসে ধ্বনিত বনের মর্মর;
আঙ্গুলের আলতো চলাচল খাঁজে,
দুটি অভিন্ন হৃদয়ের কোলাহল মাঝে।
নিস্তরঙ্গ সময়, রুদ্ধ সিক্ত লোচন,
সেস্থলে আমাদের প্রথম চুম্বন।
স্বপ্নের চলাচলে গতিহীন প্রান্তর,
থেমেছে নিশ্বাস আর থেমেছে তেপান্তর।
দুই যোবন হেথা কোথা গেল মিশি,
আবেশী হ'ল মন আকুল দিবানিশি।
গোধূলির সেই ক্ষন যেন গেল থেমে
আশান্ত ধরনী এসে শান্ত এই ক্ষণে।
(২০১৭, ২রা ডিসেম্বর, শুক্রবার)
হোলাক্ষেত | উদয়পুর | ত্রিপুরা
©সন্দীপন পাল (Sandipan Pal)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজয় সরকার ০৩/১২/২০১৭বেশ
-
সাইয়িদ রফিকুল হক ০২/১২/২০১৭ভালো।