ধূসর ইতিহাস
ধোঁয়াটে শহর, ঘোলাটে নদী
ব্যস্ততার বুক চিরে ছুটছে ট্রাম-বাস-মেট্রো
ব্যস্ত এই শহর, ব্যস্ত এই সময়,
রক্ত নিশান উড়িয়ে ছোটে দুর্বার গতিতে।
গগনচুম্বী ইমারত আর চকচকে শপিংমল,
ফুটপাতে জীবন, ডাস্টবিনের সৌন্দর্য,
ঝলসে যাওয়া গরম আর রাজনীতির উত্তাপ,
সবুজ শুকিয়ে খয়েরি, তারপরে লাল,
ক্রমাগত জল ছিটিয়ে হচ্ছে তাজা।
স্লোগানে স্লোগানে আর উত্তপ্ত ভাষনে,
লড়ছে সভ্যতা, শ্রেষ্ঠত্বের আসনে।
হানাহানি, মারামারি রক্তস্রোতে স্নাত,
মৃত্যুর উজাড় বক্ষে শিশুর কান্না,
দু-হাত বাড়িয়ে আর্তনাদে দেখছে সে-
সৃষ্টির আদিম ইতিহাস।
(২৭শে নভেম্বর ২০১৭, সোমবার)
ব্যস্ততার বুক চিরে ছুটছে ট্রাম-বাস-মেট্রো
ব্যস্ত এই শহর, ব্যস্ত এই সময়,
রক্ত নিশান উড়িয়ে ছোটে দুর্বার গতিতে।
গগনচুম্বী ইমারত আর চকচকে শপিংমল,
ফুটপাতে জীবন, ডাস্টবিনের সৌন্দর্য,
ঝলসে যাওয়া গরম আর রাজনীতির উত্তাপ,
সবুজ শুকিয়ে খয়েরি, তারপরে লাল,
ক্রমাগত জল ছিটিয়ে হচ্ছে তাজা।
স্লোগানে স্লোগানে আর উত্তপ্ত ভাষনে,
লড়ছে সভ্যতা, শ্রেষ্ঠত্বের আসনে।
হানাহানি, মারামারি রক্তস্রোতে স্নাত,
মৃত্যুর উজাড় বক্ষে শিশুর কান্না,
দু-হাত বাড়িয়ে আর্তনাদে দেখছে সে-
সৃষ্টির আদিম ইতিহাস।
(২৭শে নভেম্বর ২০১৭, সোমবার)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৈকত জানা ৩০/১১/২০১৭আমার মন প্রিয় শব্দ ছোঁয়া ।
-
কে. পাল ৩০/১১/২০১৭Woooow
Bah bah..
Aro chai emon -
সুজয় সরকার ৩০/১১/২০১৭আহা
-
মনোবর ২৯/১১/২০১৭বেশ!