স্বাধীনতা
স্বাধীনতা মানে সে মুক্তির ছোঁয়া,
অসীম আকাশে স্বপ্ন পূরণ।
স্বাধীনতা মানে সে স্বপ্নীল বাতাসে
অবলীলায় চাওয়া আশার কূজন।
স্বাধীনতা মানে সে ঝাঁপিয়ে পড়া,
দেশ গড়ার তুমিও কারিগর।।
স্বাধীনতা মানে সে উন্মুক্ত বক্ষে-
স্বর্গ রক্ষায় তোমারও অধিকার।।
স্বাধীনতা মানে সে মুক্ত শৃঙ্খল,
একটু অবাধে পথ চলা।
স্বাধীনতা মানে সে মুক্ত কন্ঠ-
বেবাক চিত্তে কথা বলা।।
স্বাধীনতা মানে সে সুনীল সমাজ,
সকলের ভালো হোক্।
আমার কাছে স্বাধীনতা মানে-
একের পাশে অন্য লোক।।
(২০১৭, ১৫ই আগষ্ট, মঙ্গলবার)
অসীম আকাশে স্বপ্ন পূরণ।
স্বাধীনতা মানে সে স্বপ্নীল বাতাসে
অবলীলায় চাওয়া আশার কূজন।
স্বাধীনতা মানে সে ঝাঁপিয়ে পড়া,
দেশ গড়ার তুমিও কারিগর।।
স্বাধীনতা মানে সে উন্মুক্ত বক্ষে-
স্বর্গ রক্ষায় তোমারও অধিকার।।
স্বাধীনতা মানে সে মুক্ত শৃঙ্খল,
একটু অবাধে পথ চলা।
স্বাধীনতা মানে সে মুক্ত কন্ঠ-
বেবাক চিত্তে কথা বলা।।
স্বাধীনতা মানে সে সুনীল সমাজ,
সকলের ভালো হোক্।
আমার কাছে স্বাধীনতা মানে-
একের পাশে অন্য লোক।।
(২০১৭, ১৫ই আগষ্ট, মঙ্গলবার)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজয় সরকার ২৪/১১/২০১৭স্বাধীনতার অর্থ আপনি বিস্তৃত করে দিলেন
-
কামরুজ্জামান সাদ ৩০/১০/২০১৭স্বাধীনতার সুন্দর প্রকাশ
-
টি এম আমান উল্লাহ ৩০/১০/২০১৭valo likhechen
-
সোলাইমান ৩০/১০/২০১৭অপূর্ব অপূর্ব কবিতা কবিবর। । শুভকামনা জানাই।।।
-
শাহিন আলম সরকার ৩০/১০/২০১৭খুবই সুন্দর লেখা।
ভাল থাকবেন কবি। -
মোঃ মুসা খান ২৯/১০/২০১৭স্বাধীনতা তুমি তোমার মত ইচ্ছে ডানা
-
আজাদ আলী ২৯/১০/২০১৭Valo likhechen priy kobi