হ য ব র ল-আসলে আমি ধাপ্পাবাজ সন্তান
অনলাইন মানে ফেসবুকে রবি ঠাকুর, নজরুল, জীবনানন্দ নিয়ে এতো শানে নযুল!!
তাগোর লগে যোগ দিলো বুদ্ধ!
মদের গ্লাস খালি হইলে দুইটা আত্মজীবনী নিয়া বোসলাম।
আমার কবি কইতেছেন,
তোমার ঘরে ফুল রাখো না ক্যান?
তারপর থেইক্যা বেতন ভাগ করি
কামিনী ফুলের গন্ধ ক্যামন লাগে আপনাদের?
কোরবানী হাটে গিয়ে গুনি গরুর গলার রশি
মানুষের তরে ধর্ম নাকি চন্দ্র কলা শশী?
আমারে হাসির রোগে ধরছে,
কোরবানি দিবেন অবশ্যই তবে মনের পশুরে স্নান করাইয়া নিয়েন,
পানি দূষণ, বায়ু দূষন আপামর পরিবেশ দূষন যেন না হয়।
আপনারা তো বড্ড প্রেমে মশগুল, তয় জলে স্থলে ভালোবাসার মাখামাখি হতে নাই,
জরায়ু দিয়ে রক্ত গড়িয়ে পড়লেওও
হৃদয়ে স্বদেশ রাখেন আর জন্ম হলো একেকটা ফুল তাদের নিরাপত্তা হেদায়েত প্রাপ্ত নদীর মতো হোক।
।। অনির্বাণ সূর্য কান্ত।।
চট্টগ্রাম
( কবিতাটিতে ইচ্ছে করেই সাধু, চলিত, আঞ্চলিক মিশ্রণ ঘটানো হয়েছে)
তাগোর লগে যোগ দিলো বুদ্ধ!
মদের গ্লাস খালি হইলে দুইটা আত্মজীবনী নিয়া বোসলাম।
আমার কবি কইতেছেন,
তোমার ঘরে ফুল রাখো না ক্যান?
তারপর থেইক্যা বেতন ভাগ করি
কামিনী ফুলের গন্ধ ক্যামন লাগে আপনাদের?
কোরবানী হাটে গিয়ে গুনি গরুর গলার রশি
মানুষের তরে ধর্ম নাকি চন্দ্র কলা শশী?
আমারে হাসির রোগে ধরছে,
কোরবানি দিবেন অবশ্যই তবে মনের পশুরে স্নান করাইয়া নিয়েন,
পানি দূষণ, বায়ু দূষন আপামর পরিবেশ দূষন যেন না হয়।
আপনারা তো বড্ড প্রেমে মশগুল, তয় জলে স্থলে ভালোবাসার মাখামাখি হতে নাই,
জরায়ু দিয়ে রক্ত গড়িয়ে পড়লেওও
হৃদয়ে স্বদেশ রাখেন আর জন্ম হলো একেকটা ফুল তাদের নিরাপত্তা হেদায়েত প্রাপ্ত নদীর মতো হোক।
।। অনির্বাণ সূর্য কান্ত।।
চট্টগ্রাম
( কবিতাটিতে ইচ্ছে করেই সাধু, চলিত, আঞ্চলিক মিশ্রণ ঘটানো হয়েছে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু সাইদ লিপু ০৯/০৯/২০১৭আমার পছন্দ শিউলী
-
বিদ্রোহী শিহাব ০৩/০৯/২০১৭পৃথিবীটা আগামী প্রজন্মের বাসযোগ্য হোক করি এ কামনা
বাহ্ লিখনির জাদুতে মুগ্ধ হলাম -
ধ্রুবক ৩১/০৮/২০১৭ভালো লেখা।
-
আব্দুল হক ৩১/০৮/২০১৭সুন্দর! সত্য!!
-
সাইয়িদ রফিকুল হক ৩১/০৮/২০১৭ভালো লাগলো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩১/০৮/২০১৭সু ন্দ র।
-
হাসান হামিদ ৩১/০৮/২০১৭ভালো