প্রেম ও বয়সের কদম ফুল
পলাশ বনে আগুন লাগে শুধুই তোর শোকে
কত সময় পেরিয়ে যেত আমার এই বুকে,
সিগারেটের ধোয়া যেমন লিখতো কবিতা
কথা ছিল তোকে করবো আমার নবনীতা
শুকিয়ে যাওয়া সুখস্মৃতি মূর্খ শব্দবাণ
আমার বোতামে লাগিয়েছিস তোর পাঁজরের টান।
এখনো তোর গন্ধ পাই কীর্তিনাশার বুকে
নবীন ধুলো শাঁখ বাজায় যৌবনের সুখে
চিরল পাতার হাতছানিতে করতে পারি ভুল
চোখে চোখে আঘাত করে দিয়েছি মাশুল
শূন্য হাতে ছুড়ে দিলি অচিন আধার পানে
বুঝেছিস কি কোনদিন ঘর সংসারের মানে ?
১১.০৮.২০১৬
কত সময় পেরিয়ে যেত আমার এই বুকে,
সিগারেটের ধোয়া যেমন লিখতো কবিতা
কথা ছিল তোকে করবো আমার নবনীতা
শুকিয়ে যাওয়া সুখস্মৃতি মূর্খ শব্দবাণ
আমার বোতামে লাগিয়েছিস তোর পাঁজরের টান।
এখনো তোর গন্ধ পাই কীর্তিনাশার বুকে
নবীন ধুলো শাঁখ বাজায় যৌবনের সুখে
চিরল পাতার হাতছানিতে করতে পারি ভুল
চোখে চোখে আঘাত করে দিয়েছি মাশুল
শূন্য হাতে ছুড়ে দিলি অচিন আধার পানে
বুঝেছিস কি কোনদিন ঘর সংসারের মানে ?
১১.০৮.২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ধ্রুবক ৩১/০৮/২০১৭মেপে লেখা, সুন্দর।
-
ফয়েজ উল্লাহ রবি ৩০/০৮/২০১৭অসাধারণ!!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩০/০৮/২০১৭ভালোলাগা সহ।
-
সমির প্রামাণিক ৩০/০৮/২০১৭চমৎকার।
-
প্রিয় ৩০/০৮/২০১৭
সুন্দর -
মুক্তপুরুষ ৩০/০৮/২০১৭চমৎকার লেখা!
-
মোনালিসা ৩০/০৮/২০১৭ভাল ছিল
-
অর্ক রায়হান ৩০/০৮/২০১৭ভালো লাগলো।