রমনীর প্রাচীন বয়স
আমদের দিনলিপিতে ট্রেনজার্নি নিয়মিত রাখা উচিত। তুমি আমার ডায়রির পাতা হয়ে যাও। তোমাকে লিখবো ।
বুকে ঝরে পড়বে কালির বৃত্ত। তুমি হাহাকার বন্ধ করে হয়ে উঠবে কবিতা। সারা বিকেলে জুড়ে নীরব হাহাকারের চাঁদ আর ফোলা ফোলা অন্ধকারে প্রেতিনী নদীপথ।
সেলফোনটা ডেকে উঠে। হঠাৎ করে বলে উঠে, “কেমন আছো”
বহুদিন পর!
সাড়া দিতে ইচ্ছে করে না তবুও অন্ধকার কাটিয়ে আলো জড়িয়ে ধরে সেলফোন জুড়ে। হারানো দিনের গান বেঁধে রাখে মৃত্যু।
ভালবাসবে ঘাতক লুটেরা নদীর মতো।
০৭।০৭।২০১৭
বুকে ঝরে পড়বে কালির বৃত্ত। তুমি হাহাকার বন্ধ করে হয়ে উঠবে কবিতা। সারা বিকেলে জুড়ে নীরব হাহাকারের চাঁদ আর ফোলা ফোলা অন্ধকারে প্রেতিনী নদীপথ।
সেলফোনটা ডেকে উঠে। হঠাৎ করে বলে উঠে, “কেমন আছো”
বহুদিন পর!
সাড়া দিতে ইচ্ছে করে না তবুও অন্ধকার কাটিয়ে আলো জড়িয়ে ধরে সেলফোন জুড়ে। হারানো দিনের গান বেঁধে রাখে মৃত্যু।
ভালবাসবে ঘাতক লুটেরা নদীর মতো।
০৭।০৭।২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ২৯/০৮/২০১৭Nice.
-
মোনালিসা ২৯/০৮/২০১৭ভাল গল্প্ল
-
ধ্রুবক ২৯/০৮/২০১৭খুব ভালো লেখা।