অনির্বাণ সূর্যকান্ত
অনির্বাণ সূর্যকান্ত-এর ব্লগ
-
আমি শরীর দিতে চাই,
একান্ত ব্যক্তিগত হয়ে উঠে পালিত কুমারী রাজহাঁস।
কথা বলার সময়ে শতশত আহত হাসির কথা মনে হয়। কে কার গন্ধ নিয়েছে মৃত ভিখেরির হাতে কর্পূরের বুকে। এই শরীরে তারাই মেতেছে ... [বিস্তারিত] -
প্রেমের দিকটাতে আমি যতই মানুষের শরীর আঁকতে চাই ততই আদিম কিশোরীর যৌবন চোখে পড়ে। শেষ পর্যন্ত জয়ী হয় তেলাকুচা পাতার মতো হরেক রকমের আত্মহত্যা! পুরুষের ভেতর দেখি শিম্পাঞ্জির বংশধর ।
মনে রেখো,
সত্য যতখান... [বিস্তারিত] -
অনলাইন মানে ফেসবুকে রবি ঠাকুর, নজরুল, জীবনানন্দ নিয়ে এতো শানে নযুল!!
তাগোর লগে যোগ দিলো বুদ্ধ!
মদের গ্লাস খালি হইলে দুইটা আত্মজীবনী নিয়া বোসলাম।
আমার কবি কইতেছেন, [বিস্তারিত] -
পলাশ বনে আগুন লাগে শুধুই তোর শোকে
কত সময় পেরিয়ে যেত আমার এই বুকে,
সিগারেটের ধোয়া যেমন লিখতো কবিতা
কথা ছিল তোকে করবো আমার নবনীতা [বিস্তারিত] -
আমদের দিনলিপিতে ট্রেনজার্নি নিয়মিত রাখা উচিত। তুমি আমার ডায়রির পাতা হয়ে যাও। তোমাকে লিখবো ।
বুকে ঝরে পড়বে কালির বৃত্ত। তুমি হাহাকার বন্ধ করে হয়ে উঠবে কবিতা। সারা বিকেলে জুড়ে নীরব হাহাকারের চাঁদ আর ফো... [বিস্তারিত] -
কেউ হয়তো অপেক্ষাতে থাকে নিশীথ একাকী
বুকে ফোঁটে ফুলের লুটানো হাহাকার
আঘাত পেলেও বাঁধে উদাসী সোহাগের কুড়ি
তীব্র আকুলতা একটু কাছে আসার।। [বিস্তারিত] -
অনুগত বান্ধবীরা:-
১) গোটা নদীটি মিলিয়ে গেলে কোলে প্রসব করে বিষমুখো ঝিনুক। বিষের পরিবারে করমচা তলা রক্তে রঙিন, আসলে বুকে লাগানো পতাকা দেখে বুলবুলি ভয় পেয়ে গেছে বলে আমি চুপি সারে অন্ধকারের পরস্ত্রীকে দ... [বিস্তারিত] -
উত্তরাগামী সকল বাসগুলো ঠাই দাড়িয়ে যায় , যেন এখনই সহমরনে রওনা দেবে। স্কুলে হাতভুমি বলতে কি শেখায় আমি তেমন জানি না কারন ঋতু বলতে আমি ছয়টা বুঝি আর হাত সাফাই মানে ত্বরিত গতিতে কাজ। আজকাল ঋতু নাকি বাসনা , ... [বিস্তারিত]
-
আমার হয়তো ঘাসফড়িঙ হওয়ার কথা ছিল, কিংবা অরুণাভ মৃগ নাভি।
কবি বলেছিল “পাতারা কেন ঝরে?”
বিধবা নদীর কথা মনে হলে তার যৌবন ধরে রাখি কাঁটাতারে । বুলেটে বিদ্ধ হয়ে প্রণাম করে বুদ্ধ। কিন্তু পানশালায় জড়িয়ে যায়... [বিস্তারিত] -
মন্ত্রী দেখলে আপনার খুব অটোগ্রাফ নিতে ইচ্ছে করে , আসলে আপনি জানেন না সমুদ্রের পানির উচ্চতা দিন দিন যেমন বেড়ে চলেছে , সঙ্কুচিত হয়ে আসছে বিছানা , ময়ুর গুলো মরে যায় বুকের কাছে । আসলে আপনি আর যাই হন , ফ্র... [বিস্তারিত]