কে এল আবার
ঘুম ভাঙল ; অন্ধকার সকাল
দেখা না গেলেও বোঝা যায়
কোথাও ফুলে ফুলে ছেয়ে
দুঃসাহসী কোনও ফুলগাছের ডাল… গন্ধসুখী
দরজায় ঠক ঠক ঠক ঠক …
কে এল আবার ?
আতঙ্কে কৌতূহলে জানালা একটু ফাঁক ; উঁকি…
আবছা শরীর ; কে হতে পারে ? কে ?
নিশ্চিত হই চোখ ছোট করে দেখে
রক্ত-পাত হচ্ছে হাতে এমন একটা ফুল ডাল
দরজার বাইরে দাঁড়িয়ে আমারই খট খটে কঙ্কাল
দেখা না গেলেও বোঝা যায়
কোথাও ফুলে ফুলে ছেয়ে
দুঃসাহসী কোনও ফুলগাছের ডাল… গন্ধসুখী
দরজায় ঠক ঠক ঠক ঠক …
কে এল আবার ?
আতঙ্কে কৌতূহলে জানালা একটু ফাঁক ; উঁকি…
আবছা শরীর ; কে হতে পারে ? কে ?
নিশ্চিত হই চোখ ছোট করে দেখে
রক্ত-পাত হচ্ছে হাতে এমন একটা ফুল ডাল
দরজার বাইরে দাঁড়িয়ে আমারই খট খটে কঙ্কাল
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহাবুব ২২/০৩/২০১৬কবিতাটা ভাল,তবে কবি, ভৌতিক কবিতা আরো ভয়ের করলে ভালো লাগে।তার পরো কবিতাটা ভালো হয়েছে।
-
মনিরুজ্জামান জীবন ১৯/০৩/২০১৬অনিন্দ্যসুন্দর।
-
মলয় ঘটক ১৯/০৩/২০১৬ভালো লেগেছে।
কবিতাটি কি ভৌতিক, একটু বুঝিয়ে বলবেন কবি।
শুভেচ্ছা।