www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দোকানদারি

কবিতা রচনা আমার আদৌ উদ্দেশ্য নয় ;
পথের ধারে সস্তার দোকানদারি ;
জ্বালানী-বিক্রেতা নই, এ ব্যাপারে স্বয়ং অসংশয় ;

জ্বালানী ফুরিয়ে যাওয়ার সম্ভাবনায়, 
দরজায় কেনই বা দাঁড়াবে
                               কোনও অলৌকিক গাড়ি ?

তবু ক্ষীণ এক দুরাকাঙক্ষা :
যদি থামে,  যদিই থামে
                  কোনও দিব্য পথচারী !
গাড়ি যার আলোয় আলোবেগে চলে...

তীব্র তৃষ্ণায় গলা যার শুকিয়ে কাঠ ;
           তাকে কী ভাবে আপ্যায়ন করবে আকাট ?

কী আছে আমার ?
                      শব্দ-বৃক্ষের পাতা-চা ;
সাজিয়ে দেব স্বনির্মিত পেয়ালায়...
দূর সেই সম্ভাবনায়
গ্রীষ্ম-বর্ষা-বসন্তে, ঋতুচক্রে, চক্রান্তরে
                      খোলা থাকে উপেক্ষিত দোকান আমার ;

আসন্ধ্যা-সকাল খুলেই রাখতে চাই ...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • suman ২৭/০২/২০১৬
    Shundor
  • মৃণ্ময় আলম ২৫/০২/২০১৬
    বেশ সুন্দর....
  • প্রদীপ চৌধুরী. ২২/০২/২০১৬
    সুন্দর লেখা পড়ে ভাল লাগলো
  • প্রদীপ চৌধুরী. ২২/০২/২০১৬
    বাহ দারুণ
  • মাহাবুব ২১/০২/২০১৬
    ভালো লিখেছেন, শুভেচ্ছা ,ভালো থাকবেন।
  • ধ্রুব রাসেল ২০/০২/২০১৬
    অসাধারণ লিখেন আপনি। খুব ভালভাবে ফুটিয়ে তুলতে পারেন। অনেক ভাল লাগলো।
    এখানে সন্ধ্যা নাকি আসন্ধ্যা...?
    • অভিযান পাল ২০/০২/২০১৬
      ধন্যবাদ ধ্রুব । না শব্দটি "আসন্ধ্যা" । "আ" উপসর্গ যোগে ব্যাপ্তি বোঝায় । যেমন আমরণ । মানে মরণ পর্যন্ত । আদিগন্ত মানে দিগন্ত পর্যন্ত । "আসন্ধ্যা-সকাল' মানে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত । ভালো থেকো ।
  • হরেকৃষ্ণ দে ২০/০২/২০১৬
    অপুর্ব শব্দ দ্যুতি।ভাবাবেগে কবিতার মর্মার্থ এক মুগ্ধতার চেতনা জাগ্রত করেছে।ভালো থাকবেন নিরন্তর।ফাগুনের পলাশ মাখা শুভেচ্ছা রইলো।
  • কবিতার ভাবটা অনেক ভাল লাগলো। বেশ লিখেছেন ।
  • গাজী তৌহিদ ২০/০২/২০১৬
    অনেক ভালো হয়েছে কবি সাহেব!
  • অনবদ্য ব্যঞ্জনাময়।
 
Quantcast