কবি-খাদক
লজ্জিত মৃত্যু ফিরে চলেছে,
অপমান আর হেরে যাওয়ার ধুলো-কাদায় বিপর্যস্ত মুখ
হতজ্ঞান অন্ধকার এইমাত্র গুটিয়ে নিল নিজেকে
আলো এসে পড়েছে বারান্দায়
গাছের পাতায় পাতায় ঝিকিমিকি কিরণ-কৌতুক ;
কবির ভ্রু কুঁচকে আছে ।
ডাইনে তাকায়, বাঁয়ে তাকায়, সামনেও তাকা্য...।
রাস্তা চলেছে, দু'ধারে লতা-গুল্ম-ঝোপ, গভীর খাদ, পাক-দণ্ডী
চিত্রক্ল্প নাগ-ক্ল্প চলেছে এঁকে-বেঁকে এঁকে বেঁকে...
কবিকে খায়...
অপমান আর হেরে যাওয়ার ধুলো-কাদায় বিপর্যস্ত মুখ
হতজ্ঞান অন্ধকার এইমাত্র গুটিয়ে নিল নিজেকে
আলো এসে পড়েছে বারান্দায়
গাছের পাতায় পাতায় ঝিকিমিকি কিরণ-কৌতুক ;
কবির ভ্রু কুঁচকে আছে ।
ডাইনে তাকায়, বাঁয়ে তাকায়, সামনেও তাকা্য...।
রাস্তা চলেছে, দু'ধারে লতা-গুল্ম-ঝোপ, গভীর খাদ, পাক-দণ্ডী
চিত্রক্ল্প নাগ-ক্ল্প চলেছে এঁকে-বেঁকে এঁকে বেঁকে...
কবিকে খায়...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পলাশ ০৮/০২/২০১৬
-
ধ্রুব রাসেল ০৭/০২/২০১৬অসাধারণ লাগল।
-
অর্চিষ্মান ০৬/০২/২০১৬ভয় ভয় মহাভয়!
কাগজের ছেঁড়া পাতায় লেখা আছে ছদ্মবেশীর নাম,
বাতাস উড়িয়ে নেয় যদি!
শব্দরা প্রত্যাখ্যানের পাশে জড়ো হবে...
ভয় ভয় মহাভয় !
বর্ণের পীঠেই জন্মদিনের মঞ্চ
নাচতে জানে না, তালি বাজায় মহাকাল...
খসে পড়ে আগুন-বুকে মহাশ্বেতার অশ্রুজল;
ভয় ভয় মহাভয়! -
বিদ্রোহী ফাহিম খান ০৬/০২/২০১৬ভালো
আপনার রচনাশৈলী কিন্তু বেশ উপভোগ্য !