www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবি-খাদক

লজ্জিত মৃত্যু ফিরে চলেছে,
অপমান আর হেরে যাওয়ার ধুলো-কাদায় বিপর্যস্ত মুখ
হতজ্ঞান অন্ধকার এইমাত্র গুটিয়ে নিল নিজেকে
আলো এসে পড়েছে বারান্দায়
গাছের পাতায় পাতায় ঝিকিমিকি কিরণ-কৌতুক ;

কবির ভ্রু কুঁচকে আছে ।
ডাইনে তাকায়, বাঁয়ে তাকায়, সামনেও তাকা্য...।

রাস্তা চলেছে, দু'ধারে লতা-গুল্ম-ঝোপ, গভীর খাদ, পাক-দণ্ডী
চিত্রক্ল্প নাগ-ক্ল্প চলেছে এঁকে-বেঁকে এঁকে বেঁকে...

কবিকে খায়...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পলাশ ০৮/০২/২০১৬
    এটা পড়ে কেন জানিনা মনে হচ্ছে কবির writers block থেকে মুক্তির কথা। ভুল হলে সংশোধন করে দেবেন।
    আপনার রচনাশৈলী কিন্তু বেশ উপভোগ্য !
  • ধ্রুব রাসেল ০৭/০২/২০১৬
    অসাধারণ লাগল।
  • অর্চিষ্মান ০৬/০২/২০১৬
    ভয় ভয় মহাভয়!
    কাগজের ছেঁড়া পাতায় লেখা আছে ছদ্মবেশীর নাম,
    বাতাস উড়িয়ে নেয় যদি!
    শব্দরা প্রত্যাখ্যানের পাশে জড়ো হবে...
    ভয় ভয় মহাভয় !
    বর্ণের পীঠেই জন্মদিনের মঞ্চ
    নাচতে জানে না, তালি বাজায় মহাকাল...
    খসে পড়ে আগুন-বুকে মহাশ্বেতার অশ্রুজল;
    ভয় ভয় মহাভয়!
    • অভিযান পাল ০৭/০২/২০১৬
      যা দেখি যেমন দেখি সে রূপ কী নির্বিকার ?
      তর্ক-বিতর্ক নিপাত যাক
      এ মহাবিশ্ব এক ছদ্মবেশ ; রহস্য অনুদ্ধার...।
      আপাত রূপ আর জ্যামিতিক আকার
      আলো-ধর্ম, দৃষ্টি-ভঙ্গির ফারাক ।
      • অর্চিষ্মান ০৭/০২/২০১৬
        রূপ-রস-গন্ধ কাল-জ্ঞানহারা মস্তিষ্কজাত বাঙ্ময় চিত্রপট;
        অপেক্ষা আর অপেক্ষা...
        নীলকান্তি ঝড়;মন্দাকিনী জ্যোৎস্না-হারা
        শূন্যে ভ্রষ্ট রক্ত-ঢেউ ফিরিস্তি
        ছদ্মবেশীর ছায়া নাচে,মুহূর্তেই চন্দ্র-গ্রাস
        সর্প-লেজ বাঁকা বাঁকা...
        এ কী!বিষ-গন্ধী মুখ!
        কবির ভালোবাসা খায়......
  • ভালো
 
Quantcast