পথিক স্বয়ং পাথর
খাদের ধারে রাস্তা
দু’পার অন্ধকার
পথিক স্বয়ং পাথর
অনেক দূরে আলো
চাপা স্বরে ডাক
এবং পাথর কাতর
ঝঞ্ঝা বন্ধুলোক
ক্ষমতা আর কত
অপরাধ নীলছন্দ
অতলে গাঢ় ডাক
ঝুলন্ত কিনারায়
নিঃস্ব পাথর পথিক
আসে মৃত্যু হাসে
ফের পালিয়ে যায়
পতনের ঢের দেরি...
দু’পার অন্ধকার
পথিক স্বয়ং পাথর
অনেক দূরে আলো
চাপা স্বরে ডাক
এবং পাথর কাতর
ঝঞ্ঝা বন্ধুলোক
ক্ষমতা আর কত
অপরাধ নীলছন্দ
অতলে গাঢ় ডাক
ঝুলন্ত কিনারায়
নিঃস্ব পাথর পথিক
আসে মৃত্যু হাসে
ফের পালিয়ে যায়
পতনের ঢের দেরি...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্চিষ্মান ১৬/০২/২০১৬
-
নাসিফ আমের চৌধুরী ০৪/০২/২০১৬ভাল
-
ধ্রুব রাসেল ০৪/০২/২০১৬ভাল লিখেছেন। শুভেচ্ছা নিবেন।
-
প্রদীপ চৌধুরী. ০৪/০২/২০১৬ভালো হয়েছে
-
মাহাবুব ০৩/০২/২০১৬ভালো লাগলো, কবি।
-
অভিষেক মিত্র ০৩/০২/২০১৬ক্লাসিক!
-
হরেকৃষ্ণ দে ০৩/০২/২০১৬খুব সুন্দর।শুভেচ্ছো নেবেন।একটা টাইপ মিস্টেক মনে হলো দেখে নিবেন-
'গাঢ' শব্দটা।
---------------
অতিরঞ্জন
একটি মেঠোপথ, পাশে ধানক্ষেত ও পদ্মপুকুর
কবি হাঁটে…..
বাতাস সরিয়ে দেয় আবছা লতাডাল
সৌরবৃত্ত থেকে মৃদু আলো এসে পড়ে জলের উপর
স্বচ্ছ,টলমল…….
আকাশও নেমে আসে ধুলোর মাতৃক্রোড়ে,
প্রগাঢ় স্তব্ধতায় দূরত্বমুগ্ধ কবির চোখ দেখতে পায়
ভাস্কর্যভঙ্গিমায় দাঁড়ানো মেঘের শরীর ঠিক যেন মোনালিসার রূপ!
এ কী!কবির সামনে একটি বেওয়ারিশ কুকুর
তীক্ষ্ণ চোখে বারংবার তাকায়
মুহূর্তেই বাতাস বদলায়..
দৃষ্টিতে ঘাতক পালিয়ে যাওয়ার ইঙ্গিত!
কবি আবার হাঁটে…..
আঁকাবাঁকা সর্পিল ছন্দে…
পেরিয়ে যায় ধানক্ষেত…
হঠাৎ চারিদিকে আসে পঁচা গন্ধ!
কবি পেছনে তাকায়…
দেখে, ধর্ষিতা এক মৃত নারীর মণ্ডুহীন লাশ
আর ক্ষুধার জ্বালায় স্তন চুষে খাচ্ছে তারই গর্ভজাত সন্তান!
অথচ আসল নারীঘাতক মাংস খুলে পেয়ে গেছে অমৃতের আস্বাদ
আমাদের বিবেক পাড়ায়…….