www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি এক ভ্রুণ

আমিতো পেতে চেয়েছি কিছু স্বপ্ন আর হাসি ,
না ! আমি পাইনি । তার আগেই ঝরে গেছি ।

আমি তো ধরতে চেয়েছি মা তোমার আঙুল ।
না ! আমি পারিনি । আমার তো হাত-ই নেই !
আমি যে ঝরা ফুল...

বাবা তুমি তো হার মানিয়েছো সেই বাবাদের ,
যারা ছিল ইসলাম পূর্ব যুগে
আচ্ছা বাবা তুমি কেন জন্মালে না ?
এই সময়ের আগে...

জানো ? আমি...আমি দেখতে পাই !
এক চোখ দিয়ে ।
বাকিটা কোথায় আমি জানি !
তোমরা গেছো নিয়ে !

হে প্‌-থিবী
ধিক্কার জানাই তোমার ঐ অগ্রযাত্রাকে...
জন্মের আগেই যে যাত্রা মরণের ছক আঁকে

তবুও আমি খুশি !
কেনো জানো ?
আমাকে আসতে হয়নি,দেখতে হয়নি নোংরা জগতটাকে
দেখতে মানুষ, মনটা পশু...
অদ্ভুত জীবেরা যেখানে থাকে......

( ভ্রুণ হত্যা বিষয়ক লেখাটা আমার মন ছোঁয়ে গেছে । জানিনা কেনো !
কবিতে লিখতে পারিনা । তবুও ট্রাই করলাম ।
(আসলেই কি কবিতা হয়েছে ?)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast