আমি এক ভ্রুণ
আমিতো পেতে চেয়েছি কিছু স্বপ্ন আর হাসি ,
না ! আমি পাইনি । তার আগেই ঝরে গেছি ।
আমি তো ধরতে চেয়েছি মা তোমার আঙুল ।
না ! আমি পারিনি । আমার তো হাত-ই নেই !
আমি যে ঝরা ফুল...
বাবা তুমি তো হার মানিয়েছো সেই বাবাদের ,
যারা ছিল ইসলাম পূর্ব যুগে
আচ্ছা বাবা তুমি কেন জন্মালে না ?
এই সময়ের আগে...
জানো ? আমি...আমি দেখতে পাই !
এক চোখ দিয়ে ।
বাকিটা কোথায় আমি জানি !
তোমরা গেছো নিয়ে !
হে প্-থিবী
ধিক্কার জানাই তোমার ঐ অগ্রযাত্রাকে...
জন্মের আগেই যে যাত্রা মরণের ছক আঁকে
তবুও আমি খুশি !
কেনো জানো ?
আমাকে আসতে হয়নি,দেখতে হয়নি নোংরা জগতটাকে
দেখতে মানুষ, মনটা পশু...
অদ্ভুত জীবেরা যেখানে থাকে......
( ভ্রুণ হত্যা বিষয়ক লেখাটা আমার মন ছোঁয়ে গেছে । জানিনা কেনো !
কবিতে লিখতে পারিনা । তবুও ট্রাই করলাম ।
(আসলেই কি কবিতা হয়েছে ?)
না ! আমি পাইনি । তার আগেই ঝরে গেছি ।
আমি তো ধরতে চেয়েছি মা তোমার আঙুল ।
না ! আমি পারিনি । আমার তো হাত-ই নেই !
আমি যে ঝরা ফুল...
বাবা তুমি তো হার মানিয়েছো সেই বাবাদের ,
যারা ছিল ইসলাম পূর্ব যুগে
আচ্ছা বাবা তুমি কেন জন্মালে না ?
এই সময়ের আগে...
জানো ? আমি...আমি দেখতে পাই !
এক চোখ দিয়ে ।
বাকিটা কোথায় আমি জানি !
তোমরা গেছো নিয়ে !
হে প্-থিবী
ধিক্কার জানাই তোমার ঐ অগ্রযাত্রাকে...
জন্মের আগেই যে যাত্রা মরণের ছক আঁকে
তবুও আমি খুশি !
কেনো জানো ?
আমাকে আসতে হয়নি,দেখতে হয়নি নোংরা জগতটাকে
দেখতে মানুষ, মনটা পশু...
অদ্ভুত জীবেরা যেখানে থাকে......
( ভ্রুণ হত্যা বিষয়ক লেখাটা আমার মন ছোঁয়ে গেছে । জানিনা কেনো !
কবিতে লিখতে পারিনা । তবুও ট্রাই করলাম ।
(আসলেই কি কবিতা হয়েছে ?)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মল্লিকা রায় ০৯/০৯/২০১৪খুব খুব সুন্দর কবিতা পড়ার সুযোগ পেলাম কবি হে।ধন্যবাদ।
-
বিজয় রায় ০৯/০৯/২০১৪হেব্বি হেব্বি হয়েছে।।ভোরটাতে তোমার কবিতা পড়ে ভালই লাগল
-
কামরুল পাশা ০৮/০৯/২০১৪Thanks jahidul vai b mridul vai
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৮/০৯/২০১৪ভাবনাটা বেশ ভাল লাগল।
-
একনিষ্ঠ অনুগত ০৮/০৯/২০১৪অনেক সুন্দর লিখেছেন। অনেক ভালো লেগেছে।
-
কামরুল পাশা ০৭/০৯/২০১৪Thanks vai nurujjaman n shimul vai
-
নূরুজ্জামান নাঈম ০৭/০৯/২০১৪ভাল লাগল আপনার কবিতা ও নির্বাচিত বিষয়।
ভাল থাকবেন। -
শিমুল শুভ্র ০৭/০৯/২০১৪বেশ চমৎকার কাব্যিকতা মন টা ভরে গেলো । অসাধারণ অনুভুতিময় -