www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চোখেই সর্বনাশ

ভার্সিটিতে ভর্তি হইয়া টাকার
চাহিদা বাড়িয়া গেলো ।
টিউশনি শুরু
করিলাম ।
মেয়ে পড়ে এম.সি কলেজে ।
ইন্টার ফার্স্ট ইয়ার ।
প্রথম দিন থাকিয়া-ই মেয়ে আমাকে
ইশারায় কি জানি
বুঝাইতে চাহিত ।
আমি বুঝিতাম না । দিন দিন
মেয়ের সাহস বাড়িয়া
গেলো ।
আমাকে প্রেম পত্র দেওয়া শুরু
করিলো ।
আমি বলিলাম,”দেখো এটা ঠিক হচ্ছে না ।”
-কেনো ?
এতো কম সময়ে একজন
আরেকজনকে চেনা যায় না ।

আর কোনো কথা হইলো না । টিঊশনি
ছাড়িয়া দিতে মন সায়
দিলো না । এতো গুলা টাকা
বলিয়া কথা ।
১বছর কাটিয়া গেলো ।
মেয়ের মাথা থাকিয়া ঐ
চিন্তা গেলো না । আমি কোনো
মতে টিউশনি চালাইয়া
যাইতে লাগিলাম ।
একদিন দেখি মেয়ে কাদিতেছে ।
জিজ্ঞাস করিলে বলিলো,আপনার জানিয়া
কাজ নাই । আমি কিন্তু
ঠিকই বুঝিলাম । আপনারা যারা
বুঝেন নাই তাহারা
এ গল্প-ই বুঝিবেন না ।
যাইহোক,মেয়ে আমাকে বলিলো আমি
যেন আর পড়াইতে না যাই ।
আমি মাথা নাড়িয়া চলিয়া
আসিলাম ।

সেদিন,অলস বসিয়া বই পড়িতেছি ।
দেখি লেখা,

”প্রহর শেষের বেলায় রাঙা সেদিন চৈত্র মাস , তোমার চোখেই দেখেছিলাম আমার সর্বনাশ ।”

আমি টিউশনির উদ্দেশ্যে
যাত্রা করিলাম ।
মেয়ে না
করিয়াছে । তবুও যাইবো ।
কারণ,
ঐ মেয়ের ভিজা
চোখে আমি সর্বনাশ
দেখিয়াছি ।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৮৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast