কবিতাগুচ্ছ
আচছা! বলত দেখি,
আমার কবিতাগুচ্ছ কি তোমাকে দিয়েছিলাম
মনে ত পড়ছে না!
তুমি বললে, এ আসছে
বললেই হল
কাকের কবিতা নিতে আমার কি দায়
বল দেখনি |
তাহলে কেন এই অশ্রুধারা
তোমার নয়নে যা ভিজিয়ে যাচ্ছে
তোমার বক্ষ যুগল
তাহলে কোথা থেকে এল এই
রক্তমাখা আবর্ণ যা দাপিয়ে বেড়াচ্ছে
ঠোটের এ কোণ থেকে ও কোণ
পিথাগোরাসও তো আকতে পারে নি জ্যামিতি
যা তুমি একেছ এই জীবন সংগ্রামে |
জলদি ফিরিয়ে দাও
আমার হাজার বছরের জমানো কবিতাগুচ্ছ |
ওটাই যে ছিল শেষ সম্বল
এখনও ওখান থেকে পোড়া কয়লার
গন্ধ শুকতে পাই |
ওগুলো ছাড়া যে আর এগুতে পার ছি না
বল দেবে ফিরিয়ে আমার কবিতাগুচ্ছ |
আমার কবিতাগুচ্ছ কি তোমাকে দিয়েছিলাম
মনে ত পড়ছে না!
তুমি বললে, এ আসছে
বললেই হল
কাকের কবিতা নিতে আমার কি দায়
বল দেখনি |
তাহলে কেন এই অশ্রুধারা
তোমার নয়নে যা ভিজিয়ে যাচ্ছে
তোমার বক্ষ যুগল
তাহলে কোথা থেকে এল এই
রক্তমাখা আবর্ণ যা দাপিয়ে বেড়াচ্ছে
ঠোটের এ কোণ থেকে ও কোণ
পিথাগোরাসও তো আকতে পারে নি জ্যামিতি
যা তুমি একেছ এই জীবন সংগ্রামে |
জলদি ফিরিয়ে দাও
আমার হাজার বছরের জমানো কবিতাগুচ্ছ |
ওটাই যে ছিল শেষ সম্বল
এখনও ওখান থেকে পোড়া কয়লার
গন্ধ শুকতে পাই |
ওগুলো ছাড়া যে আর এগুতে পার ছি না
বল দেবে ফিরিয়ে আমার কবিতাগুচ্ছ |
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ৩১/০৭/২০১৭রোম্যান্টিক ভাব।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩১/০৭/২০১৭বেশ!
-
সাঁঝের তারা ৩১/০৭/২০১৭ভাল